সর্বনামের স্টেটাস

আরবিতে সর্বনাম (Pronoun) একটি ইসম (Ism)। এটি এমন একটি শব্দ যা অন্য কোনো ইসম বা নামের স্থানে ব্যবহৃত হয়। যেহেতু সর্বনাম একটি ইসম, তাই এরও স্বাভাবিকভাবে রফা, নাসব, ও জার — এই তিনটি স্টেটাস থাকে, যেমনটি অন্যান্য ইসমে দেখা যায়। নিচে বিভিন্ন পুরুষ/Person (নাম পুরুষ/Third Person, মধ্যম পুরুষ/Second Person, উত্তম পুরুষ/ First Person) এবং লিঙ্গ/Gender (পুরুষবাচক/Masculine ও স্ত্রীবাচক/Feminine) অনুযায়ী সর্বনামের স্টেটাস দেখানো হলো :

নাম পুরুষ/Third Person -Masculine/পুরুষবাচক

বহুবচনদ্বিবচনএকবচনস্টেটাস
They/তারা/هُمْতারা দুজন/ هُمَاHe/সে/هُوَরফা
Them/তাদেরকে/ هُمْতাদের দুজনকে/ هُمَاHim/তাকে/ هُনাসব
Their/তাদের/ هُمْতাদের দুজনের/ هُمَاHis/তার/ هُজার

নাম পুরুষ/Third Person -Feminine/স্ত্রীবাচক

বহুবচনদ্বিবচনএকবচনস্টেটাস
They/তারা/ هُنَّতারা দুজন/ هُمَاShe/সে/ هِيَরফা
Them/তাদেরকে/ هُنَّতাদের দুজনকে/ هُمَاher/তাকে/ هَاনাসব
Their/তাদের/ هُنَّতাদের দুজনের/ هُمَاher/তার/ هَاজার

* বিঃদ্রঃ উল্লেখ্য যে, যুক্ত সর্বনাম (Attached Pronouns) যদি বাক্যে কোনো নির্দিষ্ট “হারফে জার” এর পর আসে যেমন بِ (বি), فِي (ফী), عَلَى (আলা), إِلَى (ইলা) ইত্যাদি, তাহলে পড়ার সুবিধার্তে সর্বনামের গঠন কিছুটা পরিবর্তিত হয়। যেমন: بِهُ না হয়ে بِهِ -তার সাথে/তার মাধ্যমে, فِيهُ না হয়ে فِيهِ – তার মধ্যে, عَلَيْهُمْ না হয়ে عَلَيْهِمْ – তাদের উপর , إِلَيْهُمْ না হয়ে إِلَيْهِمْ -তাদের দিকে I

মধ্যম পুরুষ/Second Person –Masculine/পুরুষবাচক

বহুবচনদ্বিবচনএকবচনস্টেটাস
You/তোমরা/ أَنْتُمْতোমরা দুজন/أَنْتُمَا‎You/তুমি/ أَنْتَরফা
you/তোমাদেরকে/ كُمْতোমাদের দুজনকে/كُمَا‎you/তোমাকে/ كَনাসব
your/তোমাদের/ كُمْতোমাদের দুজনের/كُمَا‎your/তোমার/ كَজার

মধ্যম পুরুষ/Second Person –Feminine/স্ত্রীবাচক

বহুবচনদ্বিবচনএকবচনস্টেটাস
You/তোমরা/ أَنْتُنَّতোমরা দুজন/أَنْتُمَا‎You/তুমি/ أَنْتِরফা
you/তোমাদেরকে/ كُنَّতোমাদের দুজনকে/كُمَا‎you/তোমাকে/ كِনাসব
your/তোমাদের/ كُنَّতোমাদের দুজনের/كُمَا‎your/তোমার/ كِজার

উত্তম পুরুষ/First Person

দ্বিবচন/বহুবচনএকবচনস্টেটাস
We/আমরা/ نَحْنُI/আমি/ أَنَاরফা
us/আমাদেরকে/ نَاme/আমাকে /نِيনাসব
our/আমাদের/ نَاmy/আমার / يِজার

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top