আরবিতে সর্বনাম (Pronoun) একটি ইসম (Ism)। এটি এমন একটি শব্দ যা অন্য কোনো ইসম বা নামের স্থানে ব্যবহৃত হয়। যেহেতু সর্বনাম একটি ইসম, তাই এরও স্বাভাবিকভাবে রফা, নাসব, ও জার — এই তিনটি স্টেটাস থাকে, যেমনটি অন্যান্য ইসমে দেখা যায়। নিচে বিভিন্ন পুরুষ/Person (নাম পুরুষ/Third Person, মধ্যম পুরুষ/Second Person, উত্তম পুরুষ/ First Person) এবং লিঙ্গ/Gender (পুরুষবাচক/Masculine ও স্ত্রীবাচক/Feminine) অনুযায়ী সর্বনামের স্টেটাস দেখানো হলো :
নাম পুরুষ/Third Person -Masculine/পুরুষবাচক
বহুবচন | দ্বিবচন | একবচন | স্টেটাস |
---|---|---|---|
They/তারা/هُمْ | তারা দুজন/ هُمَا | He/সে/هُوَ | রফা |
Them/তাদেরকে/ هُمْ | তাদের দুজনকে/ هُمَا | Him/তাকে/ هُ | নাসব |
Their/তাদের/ هُمْ | তাদের দুজনের/ هُمَا | His/তার/ هُ | জার |
নাম পুরুষ/Third Person -Feminine/স্ত্রীবাচক
বহুবচন | দ্বিবচন | একবচন | স্টেটাস |
---|---|---|---|
They/তারা/ هُنَّ | তারা দুজন/ هُمَا | She/সে/ هِيَ | রফা |
Them/তাদেরকে/ هُنَّ | তাদের দুজনকে/ هُمَا | her/তাকে/ هَا | নাসব |
Their/তাদের/ هُنَّ | তাদের দুজনের/ هُمَا | her/তার/ هَا | জার |
* বিঃদ্রঃ উল্লেখ্য যে, যুক্ত সর্বনাম (Attached Pronouns) যদি বাক্যে কোনো নির্দিষ্ট “হারফে জার” এর পর আসে যেমন بِ (বি), فِي (ফী), عَلَى (আলা), إِلَى (ইলা) ইত্যাদি, তাহলে পড়ার সুবিধার্তে সর্বনামের গঠন কিছুটা পরিবর্তিত হয়। যেমন: بِهُ না হয়ে بِهِ -তার সাথে/তার মাধ্যমে, فِيهُ না হয়ে فِيهِ – তার মধ্যে, عَلَيْهُمْ না হয়ে عَلَيْهِمْ – তাদের উপর , إِلَيْهُمْ না হয়ে إِلَيْهِمْ -তাদের দিকে I
মধ্যম পুরুষ/Second Person –Masculine/পুরুষবাচক
বহুবচন | দ্বিবচন | একবচন | স্টেটাস |
---|---|---|---|
You/তোমরা/ أَنْتُمْ | তোমরা দুজন/أَنْتُمَا | You/তুমি/ أَنْتَ | রফা |
you/তোমাদেরকে/ كُمْ | তোমাদের দুজনকে/كُمَا | you/তোমাকে/ كَ | নাসব |
your/তোমাদের/ كُمْ | তোমাদের দুজনের/كُمَا | your/তোমার/ كَ | জার |
মধ্যম পুরুষ/Second Person –Feminine/স্ত্রীবাচক
বহুবচন | দ্বিবচন | একবচন | স্টেটাস |
---|---|---|---|
You/তোমরা/ أَنْتُنَّ | তোমরা দুজন/أَنْتُمَا | You/তুমি/ أَنْتِ | রফা |
you/তোমাদেরকে/ كُنَّ | তোমাদের দুজনকে/كُمَا | you/তোমাকে/ كِ | নাসব |
your/তোমাদের/ كُنَّ | তোমাদের দুজনের/كُمَا | your/তোমার/ كِ | জার |
উত্তম পুরুষ/First Person
দ্বিবচন/বহুবচন | একবচন | স্টেটাস |
---|---|---|
We/আমরা/ نَحْنُ | I/আমি/ أَنَا | রফা |
us/আমাদেরকে/ نَا | me/আমাকে /نِي | নাসব |
our/আমাদের/ نَا | my/আমার / يِ | জার |