কুরআনুল কারীমে كَانَ এর ব্যবহার

অতীতকালের অবস্থা প্রকাশ করতে

খবর কানাইসম কানাকানা
صَالِحًاأَبُوهُمَاكَانَ
সৎকর্ম পরায়নতাদের পিতাছিল
أُمَّةً وَاحِدَةً النَّاسُكَانَ
একই জাতিসকল মানুষছিল
খবর কানাكَانَ
أَمْوَاتًا كُنْتُمْ
নিষ্প্রাণ  তোমরা ছিলে
مُهْتَدِينَمَا كَانُوا
হেদায়েতপ্রাপ্ততারা ছিলোনা

খবর (كَانَ + খবর কানা)মুবতাদা
كَانَ عَبْدًا شَكُورًا إِنَّهُ
কৃতজ্ঞ বান্দা নিশ্চয় সে ছিল

মুতাআল্লিক বিল খবর কানাكَانَ
مِنَ الْخَاسِرِينَكُنْتُمْ
ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ততোমরা ছিলে
مِنَ الْكَافِرِينَكَانَ
কাফিরদের অন্তর্ভুক্তসে ছিল

আল্লাহর শাশ্বত গুণাবলির প্রকাশে كَانَ এর ব্যবহার

প্যাটার্ন-১ : كَانَ + ইসম কানা + খবর কানা

খবর কানাইসম কানাকানা
غَفُورًا رَّحِيمًااللَّهُ  كَانَ
ক্ষমাশীল ও পরম দয়ালু আল্লাহসর্বদা
عَلِيمًا حَكِيمًا اللَّهُ كَانَ
সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়আল্লাহসর্বদা
وَاسِعًا حَكِيمًا اللَّهُكَانَ
সুপ্রশস্ত ও প্রজ্ঞাময় আল্লাহসর্বদা
عَزِيزًا حَكِيمًا اللَّهُكَانَ
মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়আল্লাহসর্বদা
قَوِيًّا عَزِيزًا اللَّهُكَانَ
শক্তিধর, মহাপরাক্রমশালীআল্লাহসর্বদা

প্যাটার্ন- : كَانَ (ইসম কানা)+ মুতাআল্লিক বিল খবর কানা + খবর কানা

খবর কানামুতাআল্লিক বিল খবর কানা কানা (ইসম কানা)
رَّحِيمًابِالْمُؤْمِنِينَ  كَانَ
পরম দয়ালু মুমিনদের প্রতিতিনি সর্বদা
 مُّحِيطًا بِكُلِّ شَيْءٍكَانَ اللَّهُ
পরিপূর্ণভাবে পরিব্যাপ্তসব কিছুর উপরআল্লাহ সর্বদা

প্যাটার্ন-: মুবতাদা + খবর (كَانَ + খবর কানা)

খবর (كَانَ + খবর কানা)মুবতাদা
كَانَ تَوَّابًا رَّحِيمًاإِنَّ اللَّهَ
(সর্বদা) তওবা কবুলকারী, দয়ালুনিশ্চয় আল্লাহ
كَانَ غَفُورًا رَّحِيمًاإِنَّ اللَّهَ
(সর্বদা) ক্ষমাশীল, দয়ালুনিশ্চয় আল্লাহ
كَانَ عَلِيمًا حَكِيمًاإِنَّ اللَّهَ
(সর্বদা) সর্বজ্ঞ, প্রজ্ঞাময়নিশ্চয় আল্লাহ
كَانَ عَزِيزًا حَكِيمًا إِنَّ اللَّهَ
(সর্বদা) মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়নিশ্চয় আল্লাহ
كَانَ غَفُورًا رَّحِيمًاإِنَّهُ
(সর্বদা) ক্ষমাশীল, দয়ালুনিশ্চয় তিনি

প্যাটার্ন-৪ : মুবতাদা + খবর (كَانَ + মুতাআল্লিক বিল খবর কানা + খবর কানা)

খবর (كَانَ + মুতাআল্লিক বিল খবর কানা + খবর কানা)মুবতাদা
كَانَ بِكُمْ رَحِيمًا إِنَّ اللَّهَ
(সর্বদা) তোমাদের প্রতি দয়ালুনিশ্চয় আল্লাহ
كَانَ بِكُمْ رَحِيمًا  إِنَّهُ 
(সর্বদা) তোমাদের প্রতি দয়ালুনিশ্চয় তিনি

অতীতে চলমান কোনো কাজ বুঝাতে

প্যাটার্ন-১ : كَانَ + খবর কানা (বর্তমান/ভবিষ্যত কালের ফি’ল + বাকি অংশ)

বাকি অংশ (যদি থাকে)বর্তমান/ভবিষ্যত কালের ফি’লকানা
بِآيَاتِ اللَّهِيَكْفُرُونَ  كَانُوا
আল্লাহ্‌র আয়াতসমূহেঅবিশ্বাস করছিল/করতোতারা
 

প্যাটার্ন-২ : كَانَ + খবর কানা + বর্তমান/ভবিষ্যত কালের ফি’ল

বর্তমান/ভবিষ্যত কালের ফি’লখবর কানাকানা
يَظْلِمُونَأَنْفُسَهُمْ  كَانُوا
ক্ষতি সাধন করছিলোনিজেদেরইতারা
 

ফি’ল নাহি ফর্ম হিসাবে

প্যাটার্ন-১ : ফি’ল নাহি كَانَ + খবর কানা + বাকি অংশ (যদি থাকে)

বাকি অংশ (যদি থাকে)খবর কানাফি’ল নাহি كَانَ
بِهِأَوَّلَ كَافِرٍ  لَا تَكُونُوا 
এতেপ্রাথমিক অস্বীকারকারীতোমরা হয়ো না
 

error: Content is protected !!
Scroll to Top