নিম্নের টেবিলে পবিত্র কুরআনুল কারীম থেকে লাম (لَمْ) ব্যবহার করে না বোধক বাক্যের আয়াত ও বাংলা অর্থ দেয়া হলো :
বাংলা অর্থ | আরবি আয়াত |
অথবা তাদের সতর্ক নাই করেন, ওরা ঈমান আনবে না | أَمْ لَمْ تُنْذِرْهُمْ لَا يُؤْمِنُونَ |
তুমি কি জান না যে আল্লাহ্ নিঃসন্দেহে সব-কিছুর উপরে সর্বশক্তিমান? | أَلَمْ تَعْلَمْ أَنَّ اللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ |
কোন পুরুষমানুষ আমায় স্পর্শ করে নি | لَمْ يَمْسَسْنِي بَشَرٌ |
তাদের হৃদয় ঈমান আনে নি | لَمْ تُؤْمِنْ قُلُوبُهُمْ |
যে বিচার করেনি আল্লাহ্ যা অবতারণ করেছেন তার দ্বারা | مَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ |
যদি তুমি আমাদের ক্ষমা না করে থাকো | وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا |
তারা তাতে প্রবেশ করে নি | لَمْ يَدْخُلُوهَا |
যিনি কোনো সন্তান গ্রহণ করেন নি | الَّذِي لَمْ يَتَّخِذْ وَلَدًا |
তিনি তাতে কোন বক্রতা রাখেননি | لَمْ يَجْعَلْ لَهُ عِوَجًا |
আমার প্রভুর সাথে আমি কাউকেও শরীক করি নাই | لَمْ أُشْرِكْ بِرَبِّي أَحَدًا |
আমাকে তিনি উদ্ধত ও হতভাগ্য করেননি | لَمْ يَجْعَلْنِي جَبَّارًا شَقِيًّا |
সে তার প্রভুর নির্দেশাবলীতে বিশ্বাস স্থাপন করেনি | لَمْ يُؤْمِنْ بِآيَاتِ رَبِّهِ |
আমরা কি তোমার বক্ষ প্রশস্ত করে দিই নি? | أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ |
তুমি কি দেখো নি তোমার প্রভু কেমন করেছিলেন হস্তি-বাহিনীর প্রতি? | أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ |
তাদের চক্রান্ত তিনি কি ব্যর্থতায় প র্যবসিত করেন নি? | أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ |
তিনি কাউকে জন্ম দেননি এবং জন্ম নেনও নি | لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ |