ইসমের পরিচিতি

ইসম কাকে বলে?

ইসম এমন একটি শব্দ যা একটি বাক্যে ব্যক্তি, স্থান, জিনিস, প্রাণী বা কোন মতের ধারণা দেয়।  এমনকি ইসমের মধ্যে সর্বনাম, বিশেষণ ও আরো কিছু অন্তুর্ভুক্ত। ইসম কোন কালের সাথে সম্পর্কিত নয়।আরবি ব্যাকরণে পদ তিন প্রকার। তন্মধ্যে ইসম অন্যতম এবং সবচেয়ে বেশি ব্যবহৃত পদ।

নিচের টেবিল থেকে বিভিন্ন ধরণের ইসমের উদাহরণ দেখবো :

ইসমের ধরণবাংলা অর্থইসম
ব্যক্তিবাচক নাম/Proper Nounআদম (আ)آدَمُ
ব্যক্তিবাচক নাম/Proper Nounনূহ (আ)نُوحٌ 
স্থান/Placeমিসরمِصْرُ
স্থান/Placeমক্কাمَكَّةُ
জিনিস/Thingকলমقَلَمٌ
প্রাণী/Animalগাভীبَقَرَةٌ 
কোন মতের ধারণা/Ideaইসলামالْإِسْلَامُ
সর্বনাম/Pronounসেهُوَ
বিশেষণ/Adjectiveবড়كَبِيرٌ
সাধারণ বিশেষ্য/common nounএকজন নেক আমলকারীمُحْسِنٌ
সাধারণ বিশেষ্য/common nounএকজন অবিশ্বাসীكَافِرٌ
সাধারণ বিশেষ্য/common nounএকজন মুনাফিকمُنَافِقٌ
সাধারণ বিশেষ্য/common nounদুজন মিথ্যাবাদীكَاذِبَانِ

এই লিংক থেকে পরবর্তী পোস্ট ইসমের বৈশিষ্ট্য/Properties of Ism সম্পর্কে ধারণা নিবো ইন শা আল্লাহ !”

3 comments

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!