ইসম মাওসুলের ব্যবহার

ইসম মাওসুল/الاسْمُ†المَوْصُوْلُ বলতে কি বুঝায় ?

ইসম মাওসুল হল এক ধরণের সম্বন্ধযুক্ত সর্বনাম/Relative Pronoun যা একটি নির্ভরশীল বাক্য শুরু করতে ব্যবহৃত হয় এবং এই নির্ভরশীল বাক্যটি স্বাধীন বাক্যে ব্যবহৃত কোন ইসম সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে।

ইহার সিলাহ/صِلَتُهُ বলতে কি বুঝায় ?

ইসম মাওসুল যে নির্ভরশীল বাক্যটি শুরু করতে ব্যবহৃত হয়, ওই অংশসমূহকে বলে ইহার সিলাহ

একটি বাক্যাংশের মধ্যে যে উপাদানগুলো থাকে ঐসব উপাদানগুলো অবিচ্ছেদ্য। যেমন জার্ থাকলে মাজরূর পাওয়া যাবে, হরফুন নাসব থাকলে ইহার ইসম থাকবে অথবা মুদফ থাকলে মুদফ ইলাইহি পাওয়া যাবে। একইভাবে ইসম মাওসুল যেখানে থাকবে সেখানে ইহার সিলাহ পাওয়া যাবেই।

পবিত্র কুরআনুল কারীমে বহুল ব্যবহৃত ইসম মাওসুলগুলো হল নিম্নরূপ :

ইসম মাওসুল

নিম্নে ইসম মাওসুল ইহার সিলাহর সাথে যুক্ত হয়ে কি প্রভাব ফেলে, তা দেখবো ইন শা আল্লাহ :

ক্রিয়াবাচক বাক্যে, নাম পুরুষের ফি’লের লুকায়িত সর্বনামকে প্রতিস্থাপিত করে

বাংলা অর্থসিলাহইসম মাওসুল
 যে বিচারদিবসকে মিথ্যা বলেيُكَذِّبُ بِالدِّينِالَّذِي
যে অর্থ জমা করেছে جَمَعَ مَالًاالَّذِي
যা হৃদয় পর্যন্ত পৌছবেتَطَّلِعُ عَلَى الْأَفْئِدَةِ الَّتِي
যারা গায়েবে ঈমান আনে يُؤْمِنُونَ بِالْغَيْبِ الَّذِينَ
যে নিজেকে শুদ্ধ করেزَكَّاهَامَن
যার ইচ্ছা হয়شَاءَ مَن

ক্রিয়াবাচক বাক্যে,ফি’লের মাফ’উল হিসাবে ফি’লের আগে বসে

বাংলা অর্থসিলাহইসম মাওসুল
যার এবাদত আমি করিأَعْبُدُمَا
আপনি যাকে ইচ্ছা করেনتَشَاءُمَن
যাকে আল্লাহ অভিসম্পাত করেছেনلَّعَنَهُ اللَّهُ مَن
যাকে আমরা আমাদের নিদর্শনসমূহ
দান করেছিলাম
آتَيْنَاهُ آيَاتِنَا الَّذِي
যাদেরকে তুমি নেয়ামত দান করেছأَنْعَمْتَ عَلَيْهِمْ الَّذِينَ
আমরা যাদেরকে কিতাব দান করেছিآتَيْنَاهُمُ الْكِتَابَالَّذِينَ
যাদেরকে আল্লাহ্ লা’নত করেছেনلَعَنَهُمُ اللَّهُالَّذِينَ
যাদের সম্পর্কেও আল্লাহ অবগতيَعْلَمُ اللَّهُالَّذِينَ
যাঁদের আল্লাহ্ সৎপথে পরিচালিত
করেছেন
هَدَى اللَّهُالَّذِينَ

নামবাচক বাক্যে, নাম পুরুষের সর্বনামকে প্রতিস্থাপিত করে

বাংলা অর্থসিলাহইসম মাওসুল
যারা তাদের নামায সম্বন্ধে বে-খবরهُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَالَّذِينَ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!