আরবি ব্যাকরণে একটি ইসমের নির্দিষ্ট বা অনির্দিষ্ট হওয়ার উপর নির্ভর করে দুই ভাগে ভাগ করা যায়। যেমন :
নির্দিষ্ট/definite/মা’রেফা مَعْرِفَةٌ
যে ইসম নির্দিষ্ট ব্যক্তি, স্থান, জিনিস বা ধারণা বুঝায়, তাকে নির্দিষ্ট/definite/মা’রেফা مَعْرِفَةٌ বলে। কিছু ইসম সহজাতভাবে নির্দিষ্ট। উদাহরণ হিসাবে নামবাচক বিশেষ্যর কথা বলতে পারি যেমন : পবিত্র কুরআনুল কারীমে বর্ণিত বিভিন্ন চরিত্র : عِيسَىٰ ( ঈসা আ:), يُوسُفُ (ইউসুফ আ:), يَعْقُوبُ (ইয়াকুব আ:), إِسْرَائِيل (ইসরাঈল), فِرْعَوْن(ফিরআউন), বিভিন্ন জাতির নাম : ثَمُود (সামুদ), عَادٌ (আদ) ইত্যাদি I
অনির্দিষ্ট/Indefinite/নাকেরা نَكِرَة
যে ইসম সাধারণ বা অনির্দিষ্ট ব্যক্তি, স্থান, জিনিস বা ধারণা বুঝায়, তাকে অনির্দিষ্ট/Indefinite/নাকেরা نَكِرَة বলে I যেমন قَوْم (জাতি), رَسُول (রসূল/বার্তাবাহক), يَوْم (দিন), مَال (সম্পদ) ইত্যাদি I সাধারণ বা অনির্দিষ্ট ইসমের সাথে ال (আলিফ লাম) যুক্ত করে নির্দিষ্ট করতে পারি। নিচের টেবিল থেকে উদাহরণ দেখি :
একবচন নির্দিষ্ট | একবচন অনির্দিষ্ট | স্টেটাস |
المُسْلِمُ | مُسْلِمٌ | রফা |
المُسْلِمَ | مُسْلِمًا | নাসব |
المُسْلِمِ | مُسْلِمٍ | জার্ |
বহুবচন নির্দিষ্ট | বহুবচন অনির্দিষ্ট | স্টেটাস |
المُسْلِمُوْنَ | مُسْلِمُوْنَ | রফা |
المُسْلِمِيْنَ | مُسْلِمِيْنَ | নাসব |
المُسْلِمِيْنَ | مُسْلِمِيْنَ | জার্ |
এই লিংক থেকে পরবর্তী পোস্ট “যেসব কারণে একটি ইসম নির্দিষ্ট হয় ” সম্পর্কে ধারণা নিবো ইন শা আল্লাহ
কোন কোন কারণে ইসম নির্দিষ্ট হয়, এটা থাকলে আরেকটু ভাল হতো বলে মনে হয়।
Jazhakum Allahu Khair.
kon karone isom bebohar hoy, zajakallahu khairan.
শিক্ষনীয় পুরনো পড়াগুলি পুনআবৃত্তি হয়।