আরবি ব্যাকরণে একটি ইসমের নির্দিষ্ট বা অনির্দিষ্ট হওয়ার উপর নির্ভর করে দুই ভাগে ভাগ করা যায়। যেমন :
নির্দিষ্ট/definite/মা’রেফা مَعْرِفَةٌ
যে ইসম নির্দিষ্ট ব্যক্তি, স্থান, জিনিস বা ধারণা বুঝায়, তাকে নির্দিষ্ট/definite/মা’রেফা مَعْرِفَةٌ বলে। কিছু ইসম সহজাতভাবে নির্দিষ্ট। উদাহরণ হিসাবে নামবাচক বিশেষ্যর কথা বলতে পারি যেমন : পবিত্র কুরআনুল কারীমে বর্ণিত বিভিন্ন চরিত্র : عِيسَىٰ ( ঈসা আ:), يُوسُفُ (ইউসুফ আ:), يَعْقُوبُ (ইয়াকুব আ:), إِسْرَائِيل (ইসরাঈল), فِرْعَوْن(ফিরআউন), বিভিন্ন জাতির নাম : ثَمُود (সামুদ), عَادٌ (আদ) ইত্যাদি I
অনির্দিষ্ট/Indefinite/নাকেরা نَكِرَة
যে ইসম সাধারণ বা অনির্দিষ্ট ব্যক্তি, স্থান, জিনিস বা ধারণা বুঝায়, তাকে অনির্দিষ্ট/Indefinite/নাকেরা نَكِرَة বলে I যেমন قَوْم (জাতি), رَسُول (রসূল/বার্তাবাহক), يَوْم (দিন), مَال (সম্পদ) ইত্যাদি I সাধারণ বা অনির্দিষ্ট ইসমের সাথে ال (আলিফ লাম) যুক্ত করে নির্দিষ্ট করতে পারি। নিচের টেবিল থেকে উদাহরণ দেখি :
একবচন নির্দিষ্ট | একবচন অনির্দিষ্ট | স্টেটাস |
المُسْلِمُ | مُسْلِمٌ | রফা |
المُسْلِمَ | مُسْلِمًا | নাসব |
المُسْلِمِ | مُسْلِمٍ | জার্ |
বহুবচন নির্দিষ্ট | বহুবচন অনির্দিষ্ট | স্টেটাস |
المُسْلِمُوْنَ | مُسْلِمُوْنَ | রফা |
المُسْلِمِيْنَ | مُسْلِمِيْنَ | নাসব |
المُسْلِمِيْنَ | مُسْلِمِيْنَ | জার্ |
এই লিংক থেকে পরবর্তী পোস্ট “যেসব কারণে একটি ইসম নির্দিষ্ট হয় ” সম্পর্কে ধারণা নিবো ইন শা আল্লাহ
কোন কোন কারণে ইসম নির্দিষ্ট হয়, এটা থাকলে আরেকটু ভাল হতো বলে মনে হয়।
Jazhakum Allahu Khair.
kon karone isom bebohar hoy, zajakallahu khairan.