প্যাটার্ন-৪: মুবতাদা + খবর + মুতাআল্লিক বিল খবর
জুমলা ইসমিয়া বাক্যের জন্য এই প্যাটার্নটি একটি স্ট্যান্ডার্ড প্যাটার্ন। এই প্যাটার্নের বাক্যের বৈশিষ্ট্য হল এখানে তিনটি অংশ ধারাবাহিকভাবে থাকবে যথা মুবতাদা, খবর ও মুতাআল্লিক বিল খবর। মুবতাদা একটি ইসম হতে পারে আবার একটি বাক্যাংশ ও হতে পারে। একইভাবে খবর একটি ইসম হতে পারে আবার একটি বাক্যাংশ ও হতে পারে।তবে মুতাআল্লিক বিল খবর সর্বদা একটি জার্ মাজরূর অথবা বিশেষ মুদফ ও মুদফ ইলাইহি বাক্যাংশ দিয়ে শুরু হবে।
পবিত্র কুরআনুল কারীম থেকে উদাহরণ
নিচে পবিত্র কুরআন থেকে এই প্যাটার্নের বাক্যের কিছু উদাহরণ দেয়া হল :
বাংলা অর্থ | মুতাআল্লিক বিল খবর | খবর | মুবতাদা |
---|---|---|---|
আল্লাহ্ বান্দাদের প্রতি পরম স্নেহময় | بِالْعِبَادِ | رَءُوفٌ | اللَّهُ |
আল্লাহ্ বান্দাদের পর্যবেক্ষক | بِالْعِبَادِ | بَصِيرٌ | اللَّهُ |
আল্লাহ মনের গোপন বিষয় জানেন | بِذَاتِ الصُّدُورِ | عَلِيمٌ | اللَّهُ |
আল্লাহ্ অন্যায়কারীদের সম্পর্কে সম্যক অবগত রয়েছেন | بِالظَّالِمِينَ | عَلِيمٌ | اللَّهُ |
আল্লাহ্ ধর্মপরায়ণদের সম্পর্কে সম্যক অবগত রয়েছেন | بِالْمُتَّقِينَ | عَلِيمٌ | اللَّهُ |
সমস্ত কাফেরই আল্লাহ কর্তৃক পরিবেষ্ঠিত | بِالْكَافِرِينَ | مُحِيطٌ | اللَّهُ |
নিঃসন্দেহে আল্লাহ্ সমস্ত সৃষ্ট জগতের থেকে স্বয়ং-সম্পূর্ণ | عَنِ الْعَالَمِينَ | غَنِيٌّ | إِنَّ اللَّهَ |
আল্লাহ্ ফাসাদকারীদের সম্পর্কে সম্যক অবগত রয়েছেন | بِالْمُفْسِدِينَ | عَلِيمٌ | إِنَّ اللَّهَ |
নিঃসন্দেহে আল্লাহ্ তখন অবিশ্বাসীদের শত্রু | لِّلْكَافِرِينَ | عَدُوٌّ | إِنَّ اللَّهَ |
তিনি মনের গোপন বিষয় জানেন | بِذَاتِ الصُّدُورِ | عَلِيمٌ | هُوَ |
তাঁর বান্দাদের উপরে তিনি পরম ক্ষমতাশালী | فَوْقَ عِبَادِهِ ۚ | الْقَاهِرُ | هُوَ |
এটি তোমাদের জন্য শ্রেয় | لَّكُمْ | خَيْرٌ | هُوَ |
তারা তোমাদের পরিচ্ছদ | لَّكُمْ | لِبَاسٌ | هُنَّ |
তোমরা তাদের পরিচ্ছদ | لَّهُنَّ | لِبَاسٌ | أَنتُمْ |
আমি নিশ্চয়ই তোমাদের প্রতি আল্লাহ্র রসূল | إِلَيْكُمْ | رَسُولُ اللَّهِ | إِنِّي |
এটা খোদাভীরুদের জন্যে অবশ্যই একটি উপদেশ | لِّلْمُتَّقِينَ | لَتَذْكِرَةٌ | إِنَّهُ |
এটা হচ্ছে মানব জাতির জন্য উপদেশ | لِّلنَّاسِ | بَيَانٌ | هَٰذَا |
এটা আমার পালনকর্তার অনুগ্রহ | مِّن رَّبِّي | رَحْمَةٌ | هَٰذَا |
এটি তোমাদের জন্য শ্রেয় | لَّكُمْ | خَيْرٌ | ذَٰلِكَ |