জুমলা ইসমিয়া বাক্যের প্যাটার্ন-৪: মুবতাদা+খবর+মুতাআল্লিক বিল খবর

প্যাটার্ন-৪: মুবতাদা + খবর + মুতাআল্লিক বিল খবর

জুমলা ইসমিয়া বাক্যের জন্য এই প্যাটার্নটি একটি স্ট্যান্ডার্ড প্যাটার্ন। এই প্যাটার্নের বাক্যের বৈশিষ্ট্য হল এখানে তিনটি অংশ ধারাবাহিকভাবে থাকবে যথা মুবতাদা, খবর ও মুতাআল্লিক বিল খবর। মুবতাদা একটি ইসম হতে পারে আবার একটি বাক্যাংশ ও হতে পারে। একইভাবে খবর একটি ইসম হতে পারে আবার একটি বাক্যাংশ ও হতে পারে।তবে মুতাআল্লিক বিল খবর সর্বদা একটি জার্ মাজরূর অথবা বিশেষ মুদফ ও মুদফ ইলাইহি বাক্যাংশ দিয়ে শুরু হবে।

পবিত্র কুরআনুল কারীম থেকে উদাহরণ

নিচে পবিত্র কুরআন থেকে এই প্যাটার্নের বাক্যের কিছু উদাহরণ দেয়া হল :

বাংলা অর্থমুতাআল্লিক বিল খবরখবরমুবতাদা
আল্লাহ্ বান্দাদের প্রতি পরম স্নেহময়بِالْعِبَادِرَءُوفٌاللَّهُ
আল্লাহ্ বান্দাদের পর্যবেক্ষকبِالْعِبَادِ بَصِيرٌاللَّهُ
আল্লাহ মনের গোপন বিষয় জানেনبِذَاتِ الصُّدُورِ عَلِيمٌاللَّهُ
আল্লাহ্ অন্যায়কারীদের সম্পর্কে
সম্যক অবগত রয়েছেন
بِالظَّالِمِينَعَلِيمٌاللَّهُ
আল্লাহ্ ধর্মপরায়ণদের সম্পর্কে
সম্যক অবগত রয়েছেন
بِالْمُتَّقِينَعَلِيمٌاللَّهُ
সমস্ত কাফেরই আল্লাহ কর্তৃক পরিবেষ্ঠিতبِالْكَافِرِينَمُحِيطٌاللَّهُ
নিঃসন্দেহে আল্লাহ্ সমস্ত সৃষ্ট জগতের থেকে স্বয়ং-সম্পূর্ণعَنِ الْعَالَمِينَغَنِيٌّإِنَّ اللَّهَ
আল্লাহ্ ফাসাদকারীদের সম্পর্কে
সম্যক অবগত রয়েছেন
بِالْمُفْسِدِينَعَلِيمٌإِنَّ اللَّهَ
নিঃসন্দেহে আল্লাহ্ তখন
অবিশ্বাসীদের শত্রু
لِّلْكَافِرِينَعَدُوٌّإِنَّ اللَّهَ
তিনি মনের গোপন বিষয় জানেনبِذَاتِ الصُّدُورِ عَلِيمٌهُوَ
তাঁর বান্দাদের উপরে তিনি পরম ক্ষমতাশালীفَوْقَ عِبَادِهِ ۚالْقَاهِرُهُوَ
এটি তোমাদের জন্য শ্রেয়لَّكُمْخَيْرٌهُوَ
তারা তোমাদের পরিচ্ছদلَّكُمْلِبَاسٌ هُنَّ
তোমরা তাদের পরিচ্ছদلَّهُنَّلِبَاسٌأَنتُمْ
আমি নিশ্চয়ই তোমাদের প্রতি
আল্লাহ্‌র রসূল
إِلَيْكُمْ رَسُولُ اللَّهِإِنِّي
এটা খোদাভীরুদের জন্যে অবশ্যই একটি উপদেশلِّلْمُتَّقِينَلَتَذْكِرَةٌإِنَّهُ
এটা হচ্ছে মানব জাতির জন্য উপদেশلِّلنَّاسِبَيَانٌهَٰذَا
এটা আমার পালনকর্তার অনুগ্রহمِّن رَّبِّيرَحْمَةٌهَٰذَا
এটি তোমাদের জন্য শ্রেয়لَّكُمْ خَيْرٌذَٰلِكَ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!