কুরআনুল কারীম থেকে ফি’ল আমর ফর্মের উদাহরণ

নিম্নের টেবিলে পবিত্র কুরআনুল কারীম থেকে ফি’ল আমর ফর্মের আয়াত ও বাংলা অর্থ দেয়া হলো :

বাংলা অর্থআরবি আয়াত
হে মানব সমাজ! তোমরা তোমাদের
পালনকর্তার এবাদত কর
يَا أَيُّهَا النَّاسُ اعْبُدُوا رَبَّكُمُ 
যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে, তাদেরকে সুসংবাদ দিনوَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ
তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাক اُسْكُنْ أَنتَ وَزَوْجُكَ الْجَنَّةَ 
তোমরা সবাই এখান থেকে নেমে যাওاِهْبِطُوا مِنْهَا جَمِيعًا
তোমরা প্রবেশ কর এ নগরীতে اُدْخُلُوا هَٰذِهِ الْقَرْيَةَ 
তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করোاِضْرِب بِّعَصَاكَ الْحَجَرَ ۖ
এটিকে তুমি নিরাপদ নগর বানাওاِجْعَلْ هَٰذَا بَلَدًا آمِنًا 
আমাদের থেকে কবুল করتَقَبَّلْ مِنَّا
আমাদের উভয়কে তোমার আজ্ঞাবহ বানাও اِجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ
তোমরা আমাকে স্মরণ কর, আমিও তোমাদের
স্মরণ রাখবো 
اُذْكُرُونِي أَذْكُرْكُمْ 
আমার কৃতজ্ঞতা প্রকাশ কর; অকৃতজ্ঞ হয়ো নাاُشْكُرُوا لِي وَلَا تَكْفُرُونِ ‎
সুসংবাদ দাও সবরকারীদেরبَشِّرِ الصَّابِرِينَ
তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করاُشْكُرُوا لِلَّهِ 
আল্লাহর কাছে মাগফেরাত কামনা করاِسْتَغْفِرُوا اللَّهَ ۚ
তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করোاُدْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً 
তোমরা জেনে রেখো যে নিশ্চয় আল্লাহ্
সব-কিছু সম্পর্কে সর্বজ্ঞাতা
اِعْلَمُوا أَنَّ اللَّهَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ ‎ 
তোমরা আল্লাহ্‌র রাস্তায় সংগ্রাম করোقَاتِلُوا فِي سَبِيلِ اللَّهِ 
আমাদেরকে ধৈর্য্য দাওأَفْرِغْ عَلَيْنَا صَبْرًا 
আমাদেরকে দৃঢ়পদ রাখثَبِّتْ أَقْدَامَنَا 
কাফেরদের মোকাবেলায় আমাদের
সাহায্য করো
اُنصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ 
error: Content is protected !!
Scroll to Top