লাইটেস্ট ফর্ম থেকে কীভাবে ফি’ল নাহি বানাবো

ফি’ল নাহি অনুজ্ঞাসূচক ফি’লের অন্তর্ভুক্ত। এজন্য প্রথমেই অনুজ্ঞাসূচক ফি’লের কিছু সাধারণ বৈশিষ্ট্য নিম্নে দিয়ে হলো :

  • অতীতকালের ফি’ল দিয়ে আদেশ নিষেধ বা অনুরোধ করা যায়না। এজন্য অনুজ্ঞাসূচক ফি’ল অতীতকালের জন্য প্রযোজ্য নয় ;
  • নিজেকে বা নিজেরদেরকে আদেশ নিষেধ বা অনুরোধ করা যায়না। বরং আদেশ নিষেধ বা অনুরোধ সবসময় আমার বা আমাদের থেকে আসে। এজন্য অনুজ্ঞাসূচক ফি’ল আমি এবং আমার ইত্যাদি প্রথম পুরুষের সর্বনামের জন্য প্রযোজ্য নয় ;
  • যে উপস্থিত নাই তাকে সরাসরি আদেশ নিষেধ বা অনুরোধ করা যায়না। এজন্য অনুজ্ঞাসূচক ফি’ল সে , তারা ইত্যাদি তৃতীয় পুরুষের সর্বনামের জন্য প্রযোজ্য নয়।

যেমন :

  • (আপনি/আপনারা) এখানে আসুন
  • (তুমি/তোমরা) এখানে আসো
  • (আপনি/আপনারা) চোরটিকে আর মারবেন না
  • (তুমি/তোমরা) চোরটিকে আর মারবেনা
  • (আপনি/আপনারা) তাকে সাহায্য করুন
  • (তুমি/তোমরা) তাকে সাহায্য করো

উপরোক্ত আলোচনার ভিত্তিতে, ফি’লের বর্তমান/ভবিষ্যত কালের দ্বিতীয় পুরুষের ৬ টি ফর্ম ব্যবহার করব। উদাহরণ হিসাবে فَعَلَ ফি’লের বর্তমান/ভবিষ্যত কালের দ্বিতীয় পুরুষের ৬ টি ফর্ম নেয়া হলো। অতঃপর দ্বিতীয় ধাপে লাইটেস্ট ফর্ম বানানো হলো এবং চূড়ান্ত ধাপে প্রতিটি ফি’লের আগে لاَ যুক্ত করা হলো :

প্রথম ধাপ : দ্বিতীয় পুরুষের ৬ টি ফর্ম

বহুবচনদ্বিবচনএকবচন
أَنْتُمْ تَفْعَلُوْنَ أَنْتُمَا تَفْعَلَانِ أَنْتَ تَفْعَلُ
أَنْتُنَّ تَفْعَلْنَ أَنْتُمَا تَفْعَلَانِ أَنْتِ تَفْعَلِيْنَ

দ্বিতীয় ধাপ : লাইটেস্ট ফর্ম

বহুবচনদ্বিবচনএকবচন
أَنْتُمْ تَفْعَلُوْا أَنْتُمَا تَفْعَلَا أَنْتَ تَفْعَلْ
أَنْتُنَّ تَفْعَلْنَ أَنْتُمَا تَفْعَلَا أَنْتِ تَفْعَلِيْ

চূড়ান্ত ধাপ : ফি’ল নাহি ফর্ম

বহুবচনদ্বিবচনএকবচন
لاَ  تَفْعَلُوْالاَ  تَفْعَلَالاَ  تَفْعَلْ
তোমরা করবেনাতোমরা (দুজন) করবেনাতুমি করবেনা
لاَ  تَفْعَلْنَلاَ  تَفْعَلَالاَ  تَفْعَلِيْ
তোমরা করবেনাতোমরা (দুজন) করবেনাতুমি করবেনা

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!