মুক্ত সর্বনাম / Detached Pronoun

মুক্ত সর্বনাম / Detached Pronoun

মুক্ত/Detached নাম থেকে অনুমান করতে পারি এই সর্বনামগুলো কোন ইসম, হার্ফ বা ফি’লের সাথে যুক্ত অবস্থায় থাকেনা বরং সর্বদা মুক্ত অবস্থায় থাকবে। আরবি ব্যাকরণে মুক্ত সর্বনাম ১৪ টি। নিচে অর্থসহ ১৪ টি সর্বনামের তালিকা দেয়া হল:

বহুবচনদ্বিবচনএকবচনলিঙ্গপুরুষ
তারা هُمْতারা দুজন هُمَاসে هُوَপুং৩য় পুরুষ
তারা هُنَّতারা দুজন هُمَاসে هِيَস্ত্রী
তোমরা أَنْتُمْ তোমরা দুজন أَنْتُمَاতুমি أَنْتَপুং২য় পুরুষ
তোমরা أَنْتُنَّতোমরা দুজন أَنْتُمَاতুমি أَنْتِস্ত্রী
আমরা نَحْنُআমি أَنَاউভয়১ম পুরুষ
১ম পুরুষ দ্বিবচনের ক্ষেত্রেও نَحْنُ ব্যবহৃত হবে

মুক্ত সর্বনামগুলো সাধারণত নামমাত্র বাক্যে মুবতাদা/Subject হিসাবে কাজ করে এবং ক্রিয়াবাচক বাক্যে ফি’লের কর্তা/Doer হিসাবে কাজ করে।

1 comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!