যুক্ত সর্বনাম/Attached Pronoun

যুক্ত সর্বনাম বলতে কি বুঝায় ?

যুক্ত সর্বনাম বলতে ঐসকল সর্বনামগুলোকে বুঝায় যারা সর্বদা কোনো ইসম, ফি’ল অথবা হারফের সাথে যুক্ত অবস্থায় থাকে এবং কখনো মুক্ত অবস্থায় দেখা যায়না।

প্রতিটা ইসমের তিনটি স্টেটাস হয় যথা রফা , নাসব ও জার্। সর্বনামও যেহেতু ইসমের অন্তর্ভুক্ত, তাই প্রতিটা সর্বনামের তিনটি স্টেটাস পাওয়া যাবে। মুক্ত সর্বনামের স্টেটাস সর্বদা রফা। যুক্ত সর্বনামের স্টেটাস নাসব/জার্ হবে।

প্রতিটা মুক্ত সর্বনামের বিপরীতে এক/একাধিক যুক্ত সর্বনাম পাওয়া যাবে। নিচের চার্টে মুক্ত সর্বনামের পাশাপাশি যুক্ত সর্বনামগুলো দেখানো হল :

বহুবচনদ্বিবচনএকবচনলিঙ্গপুরুষ
هُمْهُمَاهُوَপুং৩য় পুরুষ
هِمْ I هُمْهِمَا I هُمَاهِ I هُ
هُنَّهُمَاهِيَস্ত্রী
هِنَّ I هُنَّهِمَا I هُمَاهَا
أَنْتُمْأَنْتُمَاأَنْتَপুং২য় পুরুষ
كُمْكُمَاكَ
أَنْتُنَّأَنْتُمَاأَنْتِস্ত্রী
كُنَّكُمَاكِ
نَحْنُأَنَاউভয়১ম পুরুষ
نَانِيْ I يِ
মুক্ত সর্বনামের স্টেটাস সর্বদা রফা এবং যুক্ত সর্বনামের স্টেটাস নাসব/জার্ হবে

কেউ যদি অল্প অল্প করে শিখতে চান, আপনি প্রথমে পবিত্র কুরআনুল কারীমে অধিক ব্যবহৃত যুক্ত সর্বনামের তালিকা বাংলা অর্থসহ শিখে নিতে পারেন :

বহুবচনএকবচনলিঙ্গপুরুষ
তাদেরকে/তাদেরতাকে/তারপুং৩য় পুরুষ
هِمْ I هُمْهِ I هُ
তাকে/তারস্ত্রী
هَا
তোমাদেরকে/তোমাদেরতোমাকে/তোমারপুং২য় পুরুষ
كُمْكَ
তোমাকে/তোমারস্ত্রী
كِ
আমাদেরকে/আমাদেরআমাকে/আমারউভয়১ম পুরুষ
نَانِيْ I يِ
মুক্ত সর্বনামের স্টেটাস সর্বদা রফা এবং যুক্ত সর্বনামের স্টেটাস নাসব/জার্ হবে

3 comments

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!