সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ-১

এই সিরিজে ধারাবাহিকভাবে পবিত্র কুরআনুল কারীমে সবচেয়ে বেশি ব্যবহৃত ইসম ও হারফের তালিকা উদাহরণসহ দেয়া হবে ইন শা আল্লাহ !

উদাহরণঅর্থশব্দের ধরণশব্দ
مِنْ شَرِّ مَا خَلَقَ
তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে
হতে, থেকে, চেয়েহারফمِن
اللَّهُ الصَّمَدُ
আল্লাহ অমুখাপেক্ষী
আল্লাহইসমٱللَّه
إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ
নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে
মধ্যেহারফفِى
قُلْ إِنَّ هُدَى اللَّهِ هُوَ الْهُدَىٰ
বলে দিন, নিশ্চয়ই যে পথ আল্লাহ প্রদর্শন করেন, তাই হল সরল পথ
নিশ্চয়ইহারফإِنَّ
وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ
তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখী
উপরহারফعَلَىٰ

2 comments

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!