সর্বনাম/Pronoun কাকে বলে ?
বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে। অন্যভাবে বলতে পারি, একই বিশেষ্য পদ বার বার ব্যবহার না করে তার পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাই সর্বনাম পদ।
নিম্নের বর্ণনায় বিশেষ্য পদের একাধিক বার ব্যবহার দেখানো হয়েছে:
“মাহফুজ একজন শিক্ষক। মাহফুজ ইংরেজি পড়ান। মাহফুজের ইংরেজির জ্ঞান অনেক গভীর। ছাত্ররা মাহফুজকে পছন্দ করে। কারণ মাহফুজ খুব আন্তরিক।”
নিম্নের বর্ণনায় বিশেষ্য পদের একাধিক বার ব্যবহার করার পরিবর্তে সর্বনাম পদের ব্যবহার দেখানো হয়েছে :
“মাহফুজ একজন শিক্ষক। তিনি ইংরেজি পড়ান। তার ইংরেজির জ্ঞান অনেক গভীর। ছাত্ররা তাকে পছন্দ করে। কারণ তিনি খুব আন্তরিক।”
উপরের দুটি বর্ণনা থেকে ইহা সহজেই অনুমেয় কেন সর্বনাম ব্যবহার করা জরুরি। আরবি ব্যাকরণে সর্বনাম দুই প্রকার: