সূরা আল কাওসার
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ | ||
فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ | إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ | |
إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ |
নিঃসন্দেহ আমরা তোমাকে প্রাচুর্য দিয়েছি। সুতরাং তোমার প্রভুর উদ্দেশ্যে নামায আদায় করো এবং কুরবানি করো। তোমার বিদ্বেষকারীই তো স্বয়ং বঞ্চিত।
নিচের টেবিলে সূরা আল কাওসারের মধ্যে পাওয়া বাক্যাংশগুলোর নাম তাদের বাংলা অর্থসহ দেয়া হলো :
বাক্যাংশের নাম | বাংলা অর্থ | বাক্যাংশ |
হারফুন নাসব ও ইহার ইসম | নিঃসন্দেহে আমরা | إِنَّا |
জার্ মাজরূর/মুদফ ও মুদফ ইলাইহি | তোমার প্রভুর উদ্দেশ্যে | لِرَبِّكَ |
হারফুন নাসব ও ইহার ইসম/মুদফ ও মুদফ ইলাইহি | নিশ্চয় তোমার বিদ্বেষকারীই | إِنَّ شَانِئَكَ |