বাক্যাংশ সনাক্তকরণ-সূরা আল কাওসার

সূরা আল কাওসার

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ 
 إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ 

নিঃসন্দেহ আমরা তোমাকে প্রাচুর্য দিয়েছি। সুতরাং তোমার প্রভুর উদ্দেশ্যে নামায আদায় করো এবং কুরবানি করো। তোমার বিদ্বেষকারীই তো স্বয়ং বঞ্চিত।

নিচের টেবিলে সূরা আল কাওসারের মধ্যে পাওয়া বাক্যাংশগুলোর নাম তাদের বাংলা অর্থসহ দেয়া হলো :

বাক্যাংশের নামবাংলা অর্থবাক্যাংশ
হারফুন নাসব ও ইহার ইসমনিঃসন্দেহে আমরাإِنَّا
জার্ মাজরূর/মুদফ ও
মুদফ ইলাইহি
তোমার প্রভুর উদ্দেশ্যেلِرَبِّكَ
হারফুন নাসব ও ইহার ইসম/মুদফ
ও মুদফ ইলাইহি
নিশ্চয় তোমার
বিদ্বেষকারীই
إِنَّ شَانِئَكَ

সুরা আল কাওসারের বিস্তারিত ব্যাকরণ দেখতে আমাদের YouTube চ্যানেল থেকে এই ক্লাসটি দেখে নিতে পারেন

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top