সূরা আল ফাতিহা
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَـٰلَمِينَ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ مَـٰلِكِ يَوْمِ ٱلدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ ٱهْدِنَا ٱلصِّرَٰطَ ٱلْمُسْتَقِيمَ صِرَٰطَ ٱلَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ ٱلْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا ٱلضَّآلِّينَ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।যিনি পরম করুণাময়, অতি দয়ালু ।যিনি বিচার দিনের মালিক।আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।আমাদেরকে সরল পথ দেখাও,সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।
নিচের টেবিলে সূরা আল ফাতিহার মধ্যে পাওয়া বাক্যাংশগুলোর নাম তাদের বাংলা অর্থসহ দেয়া হলো :
| বাক্যাংশের নাম | বাংলা অর্থ | বাক্যাংশ |
|---|---|---|
| জার মাজরূর/মুদফ ও মুদফ ইলাইহি | আল্লাহর নামের সাথে | بِسْمِ اللَّهِ |
| মাউসুফ ও ২ টি সিফাহ | পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহ | اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ |
| জার্ মাজরূর | আল্লাহর জন্য | لِلَّهِ |
| মুদফ ও মুদফ ইলাইহি | সৃষ্ট-জগতের রব | رَبِّ الْعَالَمِينَ |
| মাউসুফ ও যৌগিক সিফাহ | সৃষ্ট-জগতের রব আল্লাহ | اللَّهِ رَبِّ الْعَالَمِينَ |
| দ্বিস্তরের মুদফ ও মুদফ ইলাইহি | বিচারকালের মালিক | مَالِكِ يَوْمِ الدِّينِ |
| মাউসুফ ও সিফাহ | সরল পথ | الصِّرَاطَ الْمُسْتَقِيمَ |
| মুদফ ও মুদফ ইলাইহি | যাদের পথ | صِرَاطَ الَّذِينَ |
| জার্ মাজরূর | তাদের উপর | عَلَيْهِمْ |
| বিশেষ মুদফ ও মুদফ ইলাইহি | যাদের উপর ক্রোধান্বিত তারা ব্যতীত | غَيْرِ الْمَغْضُوبِ |
সূরা ফাতিহার উপর advanced আরবি ব্যাকরণের ভিডিও দেখতে এই লিঙ্কটি ক্লিক করুন please

Alhamdulillah. I’m benefited from this website. I can revise when i get time.
Thanks a lot ….