না বোধক বাক্য (ক্রিয়াবাচক) গঠন

ক্রিয়াবাচক বাক্য (الجملة الفعلية) না-বোধক করার পদ্ধতি নির্ভর করে বাক্যটি অতীতকাল, বর্তমানকাল বা ভবিষ্যৎকাল—বাক্যটি কোন কালে আছে তার ওপর।

অতীতকাল (Perfect Tense) না-বোধক

অতীতকালের বাক্য না-বোধক করার দুইটি উপায় :

ক. অন্যান্য অংশ (যদি থাকে) + ফি’লের লাইটেস্ট ফর্ম + لَم

খ. অন্যান্য অংশ (যদি থাকে) + ফি’লের অতীত কালের ফর্ম + ما

প্যাটার্ন :  لَم + ফি’লের লাইটেস্ট ফর্ম +অন্যান্য অংশ (যদি থাকে)

অন্যান্য অংশফি’লের লাইটেস্ট ফর্মلَم
بِهِ سُلْطَانًايُنَزِّلْلَمْ
সে ব্যাপারে কোনো প্রমাণতিনি অবতীর্ণ করেননি
بَيْنَ أَحَدٍ مِنْهُمْيُفَرِّقُوالَمْ
তাদের কারো মাঝে তারা পার্থক্য করেনি
لَّهُ عِوَجًايَجْعَللَمْ
তাতে কোন বক্রতা তিনি রাখেননি

প্যাটার্ন :  لَم + ফি’লের অতীত কালের ফর্ম +অন্যান্য অংশ (যদি থাকে)

অন্যান্য অংশফি’লের অতীত কালের ফর্মما
هُ يَقِينًاقَتَلُو ‎مَا
নিশ্চয়ই তাঁকেতারা হত্যা করে নি
سُلَيْمَانُكَفَرَ مَا
সুলাইমান অবিশ্বাস করেন নি
هُمُ اللَّهُظَلَمَمَا
আল্লাহ তাদের উপরঅন্যায় করেননি
كَ عَلَيْهِمْ حَفِيظًاجَعَلْنَامَا
আপনাকে তাদের সংরক্ষক আমরা বানাই নি
الرَّحْمَٰنُ مِنْ شَيْءٍأَنْزَلَمَا
পরম করুণাময় কোনো কিছুই নাযিল করেননি

বর্তমানকাল (Present Tense) না-বোধক

বর্তমানকালের বাক্য না-বোধক করার দুইটি উপায় :

ক. অন্যান্য অংশ (যদি থাকে) + ফি’লের বর্তমান বা ভবিষ্যৎকালের ফর্ম  + لا

খ. অন্যান্য অংশ (যদি থাকে) + ফি’লের বর্তমান বা ভবিষ্যৎকালের ফর্ম + ما

*এই একই প্যাটার্ন ভবিষ্যৎ কালের না-বোধক অর্থেও ব্যবহৃত হতে পারে । এটি নির্ভর করবে বাক্যের পটভূমির উপর।

প্যাটার্ন :لا+ফি’লের বর্তমান বা ভবিষ্যৎকালের ফর্ম +অন্যান্য অংশ (যদি থাকে)

অন্যান্য অংশফি’লের বর্তমান বা ভবিষ্যৎকালের ফর্মلا
بَيْنَ أَحَدٍ مِّنْهُمْنُفَرِّقُلَا
তাদের কারো মধ্যে আমরা পার্থক্য করি না
بِكُمُ الْعُسْرَيُرِيدُ لَا
তোমাদের জন্য কষ্টকর অবস্থাতিনি চান না
الْقَوْمَ الظَّالِمِينَيَهْدِي لَا
জালেম সম্প্রদায়কেতিনি হেদায়েত দান করেন না
بِاللَّهِيُؤْمِنُونَ لَا
আল্লাহর উপর তারা ঈমান আনে না

প্যাটার্ন :ما+ফি’লের বর্তমান বা ভবিষ্যৎকালের ফর্ম +অন্যান্য অংশ (যদি থাকে)

অন্যান্য অংশফি’লের বর্তমান বা ভবিষ্যৎকালের ফর্মما
إِلَّا أُولُو الْأَلْبَابِيَذَّكَّرُ مَا
বোধশক্তির অধিকারী ছাড়া অন্য কেউ বুঝতে পারেনা
تَأْوِيلَهُ إِلَّا اللَّهُيَعْلَمُ مَا
সেগুলোর ব্যাখ্যা আল্লাহ ব্যতীত কেউ জানে না
مِن قِطْمِيرٍيَمْلِكُونَمَا
তুচ্ছ খেজুর আঁটিরও তারা মালিকনয়

ভবিষ্যৎকাল (Future Tense) না-বোধক

ভবিষ্যৎকালের বাক্য না-বোধক করার চারটি উপায় :

ক. অন্যান্য অংশ (যদি থাকে) + ফি’লের লাইট ফর্ম + لَنْ

খ. অন্যান্য অংশ (যদি থাকে) + ফি’লের লাইটেস্ট ফর্ম + لَمَّا

গ. অন্যান্য অংশ (যদি থাকে) + ফি’লের বর্তমান বা ভবিষ্যৎকালের ফর্ম + ما

ঘ. অন্যান্য অংশ (যদি থাকে) + ফি’লের বর্তমান বা ভবিষ্যৎকালের ফর্ম + لا

প্যাটার্ন :لَنْ+ফি’লের লাইট ফর্ম  +অন্যান্য অংশ (যদি থাকে)

অন্যান্য অংশফি’লের লাইট ফর্মلَنْ
لَكَنُؤْمِنَ لَنْ
তোমার প্রতিআমরা ঈমান আনবকখনো না
عَلَىٰ طَعَامٍ وَاحِدٍنَصْبِرَ لَنْ
একই খাবারেআমরা সন্তষ্ট থাকতে পারবো না
اللَّهُ عَهْدَهُيُخْلِفَ لَنْ
আল্লাহ তার ওয়াদারখেলাফ করবেন কখনো না

প্যাটার্ন :لَمَّا+ফি’লের লাইট ফর্ম  +অন্যান্য অংশ (যদি থাকে)

অন্যান্য অংশফি’লের লাইটেস্ট ফর্মلَمَّا
الْإِيمَانُ فِي قُلُوبِكُمْيَدْخُلِ لَمَّا
তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করেএখনো নি

প্যাটার্ন :لا+ফি’লের বর্তমান বা ভবিষ্যৎকালের ফর্ম +অন্যান্য অংশ (যদি থাকে)

অন্যান্য অংশফি’লের বর্তমান বা ভবিষ্যৎকালের ফর্মلا
مِنْهَا شَفَاعَةٌيُقْبَلُلَا
তার থেকে কোনো সুপারিশ কবুল করা হবে না
مِنْهَا عَدْلٌيُؤْخَذُلَا
তার থেকে কোনো ক্ষতিপূরণও নেওয়া হবে না
إِلَّا اللَّهَتَعْبُدُونَ لَا
আল্লাহ ছাড়াতোমরা উপাসনা করবে না

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top