ক্রিয়াবাচক বাক্যের প্যাটার্ন-৩: ফি’ল + মুতাআল্লিক বিল ফি’ল + ফা’ইল

প্যাটার্ন -৩ : ফি’ল + মুতাআল্লিক বিল ফি’ল + ফা’ইল

এই প্যাটার্নের বাক্যের বৈশিষ্ট্য হলো এখানে তিনটি উপাদান থাকবে যথা ফি’ল,ফা’ইল ও মুতাআল্লিক বিল ফি’ল।উল্লেখযোগ্য বিষয় হলো মুতাআল্লিক বিল ফি’ল উপাদানটি ফা’ইলের আগে আসবে। যেহেতু এই বাক্যে একটি বাহ্যিক ফা’ইল থাকে, এই বাক্যের ফি’লটি সর্বদা কতৃবাচ্যে (Active) ফর্মে থাকবে।ফি’ল সর্বদা অতীত বা বর্তমান/ভবিষ্যত কালের هُوَ অথবা هِيَ ফর্মে থাকবে। ফি’লটি هُوَ ফর্মের হবে যখন ফা’ইল নামপুরুষের পুরুষবাচক একবচন/দ্বিবচন/বহুবচন হবে; অন্যদিকে ফি’লটি هِيَ ফর্মের হবে যখন ফা’ইল নামপুরুষের স্ত্রীবাচক একবচন/দ্বিবচন/বহুবচন হবে।

ফা’ইল রফা স্ট্যাটাসের একটি ইসম হতে পারে আবার একটি বাক্যাংশও হতে পারে। মুতাআল্লিক বিল ফি’ল সর্বদা হয় একটি জার্ মাজরূর অথবা বিশেষ মুদফ ও মুদফ ইলাইহি বাক্যাংশ হবে।যেহেতু এই বাক্যে একটি বাহ্যিক ফা’ইল থাকে, ফি’লের মধ্যে লুকায়িত সর্বনাম هُوَ অথবা هِيَ এর অনুবাদ করার প্রয়োজন নেই।

নিচে পবিত্র কুরআনুল কারীম থেকে এই প্যাটার্নের বাক্যের কিছু উদাহরণ দেয়া হলো :

ফা’ইলমুতাআল্লিক বিল ফি’লফি’ল
الْأَنْهَارُمِن تَحْتِهَا تَجْرِي
নহরসমূহযার পাদদেশেপ্রবাহমান থাকবে
أَنْعَامُهُمْ وَأَنفُسُهُمْمِنْهُتَأْكُلُ
তাদের জন্তুরা এবং তারাযা থেকে ভক্ষণ করে
مُّوسَىٰلَهُم قَالَ
মূসাতাদেরকেবললেন
نَبِيُّهُمْ لَهُمْقَالَ
তাদের নবীতাদেরকেবললেন
النَّاسُلَهُمُ قَالَ
লোকেরাতাদেরকেবললেন
الشَّيْطَانُلَهُمَاوَسْوَسَ 
শয়তানউভয়কেপ্ররোচিত করল
رُسُلُهُمْلَهُمْقَالَتْ
তাদের রসূলগণ তাদেরকেবলেছিলেন
error: Content is protected !!
Scroll to Top