জুমলা ইসমিয়া বাক্যের প্যাটার্ন-২ : মুবতাদা + মুতাআল্লিক বিল খবর

প্যাটার্ন-২ : মুবতাদা + মুতাআল্লিক বিল খবর

এই প্যাটার্নের বাক্যের বৈশিষ্ট্য হল এখানে দুইটি অংশ থাকবে যথা মুবতাদা ও মুতাআল্লিক বিল খবর। মুবতাদা একটি ইসম হতে পারে আবার একটি বাক্যাংশ ও হতে পারে। মুতাআল্লিক বিল খবর সর্বদা একটি জার্ মাজরূর অথবা বিশেষ মুদফ ও মুদফ ইলাইহি বাক্যাংশ দিয়ে হবে। এই ধরণের বাক্যের মধ্যে খবর উহ্য থাকে। সাধারণত ছোট ছোট জুমলা ইসমিয়া বা নামমাত্র বাক্য তৈরিতে এই প্যাটার্ন ব্যবহৃত হয়।

পবিত্র কুরআনুল কারীম থেকে উদাহরণ

নিচে পবিত্র কুরআন থেকে এই প্যাটার্নের বাক্যের কিছু উদাহরণ দেয়া হল :

বাংলা অর্থমুতাআল্লিক বিল খবরমুবতাদা
এরা সৎকর্মশীলদের অন্তর্ভুক্তمِنَ الصَّالِحِينَ أُولَٰئِكَ
তারা চতুষ্পদ জন্তুর মতكَالْأَنْعَامِأُولَٰئِكَ
এরা তোমাদের অন্তর্ভুক্তمِنكُمْأُولَٰئِكَ
এরা সুদূর ভ্রান্তিতে রয়েছেفِي ضَلَالٍ بَعِيدٍأُولَٰئِكَ
এরা স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছেفِي ضَلَالٍ مُّبِينٍأُولَٰئِكَ
অন্যায়কারীরা স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছেفِي ضَلَالٍ مُّبِينٍالظَّالِمُونَ
আল্লাহ্ ধৈর্য্যশীলদের
সাথে আছেন
مَعَ الصَّابِرِينَاللَّهُ
এটা আল্লাহর পক্ষ থেকে  مِنْ عِندِ اللَّهِ هَٰذَا
এটা আল্লাহর পক্ষ থেকে مِنْ عِندِ اللَّهِ هُوَ
সবকিছু আল্লাহর পক্ষ থেকে مِنْ عِندِ اللَّهِ كُلٌّ
মুশরিকদের জন্যে রয়েছে দুর্ভোগلِّلْمُشْرِكِينَوَيْلٌ
দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্র পুরুষের জন্যلِلْخَبِيثِينَ الْخَبِيثَاتُ
দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্রা নারীর জন্যلِلْخَبِيثَاتِالْخَبِيثُونَ
নিদর্শনাবলী আল্লাহর কাছেই আছে عِندَ اللَّهِالْآيَاتُ
নিঃসন্দেহে আল্লাহ্ ধৈর্য্যশীলদের
সাথে আছেন
مَعَ الصَّابِرِينَإِنَّ اللَّهَ
নিঃসন্দেহে আল্লাহ্ ধর্মভীরুদের
সাথে আছেন
مَعَ الْمُتَّقِينَأَنَّ اللَّهَ
নিঃসন্দেহে আল্লাহ্ মুমিনদের সাথে আছেনمَعَ الْمُؤْمِنِينَأَنَّ اللَّهَ
নিঃসন্দেহে শুভপরিণাম
ধর্মভীরুদেরই জন্যে
لِلْمُتَّقِينَإِنَّ الْعَاقِبَةَ
নিঃসন্দেহে ধর্মপরায়ণরা
থাকবে স্বর্গোদ্যানে
فِي جَنَّاتٍ إِنَّ الْمُتَّقِينَ
সে নিশ্চয়ই সত্যবাদীদের মধ্যে অন্তর্ভুক্তلَمِنَ الصَّادِقِينَإِنَّهُ
সে নিশ্চয়ই মিথ্যাবাদীদের মধ্যে অন্তর্ভুক্ত لَمِنَ الْكَاذِبِينَإِنَّهُ
এর জ্ঞান রয়েছে আমার প্রভুর কাছেعِندَ رَبِّيعِلْمُهَا

3 thoughts on “জুমলা ইসমিয়া বাক্যের প্যাটার্ন-২ : মুবতাদা + মুতাআল্লিক বিল খবর”

  1. Alhumdulillah. This teaching process is very clear and simple to understand. May Allah bless you always.

  2. Advocate Khaleda siddequa

    Alhamdulillah,it’s amazing process of learning. Very fruitful Alhamdulillah. May Almighty Allah rewards you and your Team best to the best in this world and Akhera.

Comments are closed.

error: Content is protected !!
Scroll to Top