জুমলা ইসমিয়া বাক্যের প্যাটার্ন-৩: মুতাআল্লিক বিল খবর+মুবতাদা

প্যাটার্ন-৩ : মুতাআল্লিক বিল খবর+মুবতাদা

এই প্যাটার্নের বাক্যের বৈশিষ্ট্য হল এখানে দুইটি অংশ থাকবে যথা মুতাআল্লিক বিল খবর ও মুবতাদা। তবে শর্ত হচ্ছে মুতাআল্লিক বিল খবর মুবতাদার আগে আসবে। মুতাআল্লিক বিল খবর সর্বদা একটি জার্ মাজরূর অথবা বিশেষ মুদফ ও মুদফ ইলাইহি বাক্যাংশ দিয়ে শুরু হবে।অন্যদিকে, মুবতাদা একটি ইসম হতে পারে আবার একটি বাক্যাংশও হতে পারে। এই ধরণের বাক্যের মধ্যে খবর উহ্য থাকে। সাধারণত ছোট ছোট জুমলা ইসমিয়া বা নামমাত্র বাক্য যেখানে কারো জন্য/কারো অধিকারে কোন কিছু আছে/রয়েছে বুঝাতে এই প্যাটার্নটি ব্যবহৃত হয়।

পবিত্র কুরআনুল কারীম থেকে উদাহরণ

নিচে পবিত্র কুরআন থেকে এই প্যাটার্নের বাক্যের কিছু উদাহরণ দেয়া হল :

বাংলা অর্থমুবতাদামুতাআল্লিক
বিল খবর
আল্লাহর জন্য রয়েছে উত্তম নামসমূহالْأَسْمَاءُ الْحُسْنَىٰ لِلَّهِ 
তাদের জন্যে আছে জান্নাতجَنَّاتٌلَهُمْ
তাদের জন্যে আছে খাদ্যطَعَامٌلَهُمْ
তাঁর জন্য রাষ্ট্রক্ষমতাالْمُلْكُلَهُ 
তাঁর জন্য প্রশংসাالْحَمْدُ لَهُ
বিধান তাঁরইالْحُكْمُلَهُ 
তোমারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণالْخَيْرُبِيَدِكَ
তাঁর নিকট রয়েছে উত্তম আশ্রয়حُسْنُ الْمَآبِعِندَهُ
মূলগ্রন্থ তাঁর কাছেই রয়েছেأُمُّ الْكِتَابِعِندَهُ
তাঁর কাছে গ্রন্থের জ্ঞান আছেعِلْمُ الْكِتَابِعِندَهُ
তাঁর নিকট রয়েছে উত্তম বিনিময়حُسْنُ الثَّوَابِعِندَهُ
তাদের কাছে তওরাত রয়েছেالتَّوْرَاةُعِندَهُمُ 
তাঁর কাছে অদৃশ্য জগতের চাবি রয়েছেمَفَاتِحُ الْغَيْبِعِندَهُ
তাঁর কাছে কেয়ামতের জ্ঞান রয়েছেعِلْمُ السَّاعَةِ عِندَهُ
তাঁর নিকট রয়েছে মহা সওয়াবأَجْرٌ عَظِيمٌعِندَهُ
তাদের রবের নিকট রয়েছে বেহেশতجَنَّاتٌعِندَ رَبِّهِمْ 
আল্লাহর নিকট রয়েছে উত্তমخَيْرٌعِندَ اللَّهِ 
তাদের জন্য রয়েছে এক বিরাট প্রতিদানأَجْرٌ كَبِيرٌ لَهُمْ
তাদের জন্য রয়েছে সম্মানিত পুরস্কারأَجْرٌ كَرِيمٌلَهُمْ
তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তিعَذَابُ جَهَنَّمَ لَهُمْ
তাদের জন্য আছে দহন যন্ত্রণাعَذَابُ الْحَرِيقِلَهُمْ
তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তিعَذَابٌ أَلِيمٌلَهُمْ
তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তিعَذَابٌ مُّهِينٌ لَهُمْ
তাদের জন্য রয়েছে কঠোর শাস্তিعَذَابٌ عَظِيمٌلَهُمْ
তাঁর জন্যই নভোমন্ডল আধিপত্যمُلْكُ السَّمَاوَاتِلَهُ
আল্লাহ্‌র দিকেই প্রত্যাবর্তন الْمَصِيرُ إِلَى اللَّهِ
তাঁরই কাছে পুনরুত্থানالنُّشُورُإِلَيْهِ 
তাঁরই দিকে প্রত্যাবর্তনالْمَصِيرُإِلَيْهِ 
তাদের অন্তরে রয়েছে অসুস্থতাمَّرَضٌفِي قُلُوبِهِم  
কাফেরদের জন্যে রয়েছে বেদনাদায়ক শাস্তিعَذَابٌ أَلِيمٌلِلْكَافِرِينَ  
কাফেরদের জন্য রয়েছে অপমানজনক শাস্তিعَذَابٌ مُّهِينٌ لِلْكَافِرِينَ

2 thoughts on “জুমলা ইসমিয়া বাক্যের প্যাটার্ন-৩: মুতাআল্লিক বিল খবর+মুবতাদা”

Comments are closed.

error: Content is protected !!
Scroll to Top