চারটি সদস্যের প্রতিটি সদস্য থেকে ১৪ টি ফর্মের উদাহরণ

প্রতিটি পরিবারের অধীনে কিছু সদস্য রয়েছে। এ পর্যন্ত আমরা চারটি গুরুত্বপূর্ণ সদস্য সম্পর্কে জেনেছি। যথা :

১ অতীত কালের ফর্ম

২ বর্তমান/ভবিষ্যত কালের ফর্ম

৩ লাইট ফর্ম

৪ লাইটেস্ট ফর্ম

এখানে প্রতিটি ফ্যামিলির যে প্রথম সদস্যের নাম দেয়া আছে, এটা মূলত সর্বনাম هو/হুয়া ফর্মের জন্য। অতএব বাকি তেরোটি সর্বনামের জন্য আরো তেরোটি করে ফর্ম পাওয়া যাবে এবং সর্বমোট ১৪ টি ফর্ম পাবো। নিম্নের টেবিলে উদাহরণস্বরূপ ” فَعَلَ/করা ” ফি’ল দিয়ে দেখানো হলো :

فَعَلَ/করা ফি’লের অতীত কালের ১৪ টি ফর্ম

বহুবচনদ্বিবচনএকবচন
هُمْ فَعَلُوْا هُمَا فَعَلَا هُوَ فَعَلَ
তারা করেছেতারা (দুজন) করেছেসে করেছে
هُنَّ فَعَلْنَ هُمَا فَعَلَتَا هِيَ فَعَلَتْ
তারা করেছেতারা (দুজন) করেছেসে করেছে
أَنْتُمْ فَعَلْتُمْأَنْتُمَا فَعَلْتُمَاأَنْتَ فَعَلْتَ
তোমরা করেছোতোমরা (দুজন) করেছোতুমি করেছো
أَنْتُنَّ فَعَلْتُنَّأَنْتُمَا فَعَلْتُمَاأَنْتِ فَعَلْتِ
তোমরা করেছোতোমরা (দুজন) করেছোতুমি করেছো
نَحْنُ فَعَلْنَاأَنَا فَعَلْتُ
আমরা করেছিআমি করেছি

فَعَلَ/করা ফি’লের বর্তমান/ভবিষ্যত কালের ১৪ টি ফর্ম

বহুবচনদ্বিবচনএকবচন
هُمْ يَفْعَلُوْنَ هُمَا يَفْعَلَانِ هُوَ يَفْعَلُ
তারা করে/করবেতারা (দুজন) করে/করবেসে করে/করবে
هُنَّ يَفْعَلْنَ هُمَا تَفْعَلَانِ هِيَ تَفْعَلُ
তারা করে/করবেতারা (দুজন) করে/করবেসে করে/করবে
أَنْتُمْ تَفْعَلُوْنَأَنْتُمَا تَفْعَلَانِأَنْتَ تَفْعَلُ
তোমরা কর/করবেতোমরা (দুজন) কর/করবেতুমি কর/করবে
أَنْتُنَّ تَفْعَلْنَأَنْتُمَا تَفْعَلَانِأَنْتِ تَفْعَلِيْنَ
তোমরা কর/করবেতোমরা (দুজন) কর/করবেতুমি কর/করবে
نَحْنُ نَفْعَلُأَنَا أَفْعَلُ
আমরা করিআমি করি

فَعَلَ/করা ফি’লের লাইট ১৪ টি ফর্ম

বহুবচনদ্বিবচনএকবচন
هُمْ يَفْعَلُوْا هُمَا يَفْعَلَا هُوَ يَفْعَلَ
هُنَّ يَفْعَلْنَ هُمَا تَفْعَلَا هِيَ تَفْعَلَ
أَنْتُمْ تَفْعَلُوْاأَنْتُمَا تَفْعَلَاأَنْتَ تَفْعَلَ
أَنْتُنَّ تَفْعَلْنَأَنْتُمَا تَفْعَلَاأَنْتِ تَفْعَلِيْ
نَحْنُ نَفْعَلَأَنَا أَفْعَلَ

فَعَلَ/করা ফি’লের লাইটেস্ট ১৪ টি ফর্ম

বহুবচনদ্বিবচনএকবচন
هُمْ يَفْعَلُوْا هُمَا يَفْعَلَا هُوَ يَفْعَلْ
هُنَّ يَفْعَلْنَ هُمَا تَفْعَلَا هِيَ تَفْعَلْ
أَنْتُمْ تَفْعَلُوْاأَنْتُمَا تَفْعَلَاأَنْتَ تَفْعَلْ
أَنْتُنَّ تَفْعَلْنَأَنْتُمَا تَفْعَلَاأَنْتِ تَفْعَلِيْ
نَحْنُ نَفْعَلْأَنَا أَفْعَلْ

1 comment

  1. I think that this method of learning is the best.এ মহতী উদ্যোগ চলমান রাখার জন্য আল্লাহ আপনাদেরকে নেক হায়াত দান করুন এ দোয়া করছি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!