বাক্যাংশের পরিচিতি 

বাক্যাংশ

আমরা এখন পর্যন্ত যতগুলো পোস্ট পড়েছি সব হল একটি ইসম অথবা হরফ কেন্দ্রিক। অর্থাৎ আমরা ইসমের বৈশিষ্ট্য, সর্বনাম এবং হরফে জার্ শিখেছি। এখন আমরা শিখবো একটি ইসমের সাথে আরেকটি ইসম অথবা একটি হরফের সাথে একটি ইসম যুক্ত হয়ে কিভাবে বাক্যাংশ তৈরি করে। আমাদের শিখার পদ্ধতিটা অনেকটা ছোটবেলায় আমার ব্লক দিয়ে বিল্ডিং বানানোর মত।প্রথমে বিভিন্ন ব্লক একত্রিত করেছি তারপর একটি ব্লকের সাথে আরেকটি ব্লক জোড়া লাগিয়েছি এবং সর্বশেষ একটি বড় কাঠামো/ Structure তৈরি করেছি।

বাক্যাংশ হল দুই বা ততোধিক শব্দ যা একটি ধারণা প্রকাশ করে এবং একটি বাক্যের মধ্যে একটি ইউনিট হিসাবে ব্যবহৃত হয় কিন্তু একটি বাক্যের মত পরিপূর্ণ অর্থ দেয়না। নিচে আমরা ছয়টি বাক্যাংশ শিখবো : 

  • বাক্যাংশ -১ জার্ মাজরূর
  • বাক্যাংশ-২ মুদফ ও মুদফ ইলাইহি 
  • বাক্যাংশ -৩ বিশেষ মুদফ ও মুদফ ইলাইহি
  • বাক্যাংশ -৪ মাউসুফ সিফাহ
  • বাক্যাংশ -৫ হারফুন নাসব ও ইহার ইসম
  • বাক্যাংশ -৬ ইসমুল ইশারা ও মুশারুন ইলাইহি

2 thoughts on “বাক্যাংশের পরিচিতি ”

  1. সহজ এবং শুদ্ধভাবে আরবি ব্যাকরণ জেনে পবিত্র কোরআন তেলাওয়াত করতে চাই।

Comments are closed.

error: Content is protected !!
Scroll to Top