মিশ্র বাক্য -১

যে বাক্যে জুমলা ইসমিয়া এবং জুমলা ফিলিয়া মিলে একটি পূর্ণ বাক্য তৈরি করে তাকে মিশ্র বাক্য বলা হয়।

মিশ্র বাক্য দুই প্রকার।

সামগ্রিকভাবে বাক্যটি জুমলা ইসমিয়া এবং বাক্যটিতে একটি মুবতাদা ও একটি খবর খবর থাকে। কিন্তু খবর নিজেই আবার একটি পরিপূর্ণ জুমলা ফিলিয়া।

সামগ্রিকভাবে বাক্যটি জুমলা ফিলিয়া এবং বাক্যটিতে একটি ফি’ল এবং একটি মাফউল থাকে। কিন্তু মাফউল নিজেই একটি পরিপূর্ণ জুমলা ইসমিয়া।

পবিত্র কুরআনুল কারীম থেকে প্রথম প্রকারের অর্থাৎ সামগ্রিকভাবে বাক্যটি জুমলা ইসমিয়া কিন্তু খবর নিজেই আবার একটি পরিপূর্ণ জুমলা ফিলিয়া উদাহরণ দেয়া হলো :

পবিত্র কুরআনুল কারীম থেকে কিছু না-বোধক জুমলা ইসমিয়ার উদাহরণ দেখবো যেখানে খবর নিজেই একটি পরিপূর্ণ জুমলা ফিলিয়া।

খবর (জুমলা ফিলিয়া)মুবতাদা
لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَوَاللَّهُ
জুলুমকারী লোকদের হেদায়ত দেন নাআর আল্লাহ্ 
لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَوَاللَّهُ
অবিশ্বাসী লোকদের হেদায়ত দেন নাআর আল্লাহ্ 
لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَوَاللَّهُ
অবাধ্য লোকদের হেদায়ত দেন নাআর আল্লাহ্ 
لَا يُحِبُّ الْمُعْتَدِينَ إِنَّ اللَّهَ
সীমালংঘনকারীদের ভালোবাসেন না।নিশ্চয়ই আল্লাহ্
لَا يُحِبُّ الْفَسَادَ وَاللَّهُ
ফাসাদ পছন্দ করেন না।আর আল্লাহ্ 
لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ وَاللَّهُ
অবিশ্বাসী পাপীকে ভালোবাসেন না।আর আল্লাহ্ 
لَا يُحِبُّ الْكَافِرِينَإِنَّ اللَّهَ
অবিশ্বাসীদের ভালোবাসেন না।নিশ্চয়ই আল্লাহ্
لَا يُحِبُّ الظَّالِمِينَوَاللَّهُ
জালিমদের ভালোবাসেন না।আর আল্লাহ্ 
لَا يُحِبُّ الْمُفْسِدِينَ وَاللَّهُ
ফাসাদকারীদের ভালোবাসেন না।আর আল্লাহ্ 
لَا يُحِبُّ الْمُسْرِفِينَ إِنَّهُ
অপচয়কারীদের ভালোবাসেন না।নিশ্চয়ই তিনি 
لَا يُحِبُّ الْخَائِنِينَإِنَّ اللَّهَ
বিশ্বাসঘাতকদের ভালোবাসেন না।নিশ্চয়ই আল্লাহ্
لَا يُحِبُّ الْمُسْتَكْبِرِينَ إِنَّهُ
অহংকারীদের ভালোবাসেন না।নিশ্চয়ই তিনি 
  لَا يُحِبُّ كُلَّ خَوَّانٍ كَفُورٍ إِنَّ اللَّهَ
প্রত্যেক বিশ্বাসঘাতককে, অকৃতজ্ঞকে ভালোবাসেন না।নিশ্চয়ই আল্লাহ্
  لَا يُحِبُّ الْفَرِحِينَ ‎إِنَّ اللَّهَ
দাম্ভিকদের ভালবাসেন না।নিশ্চয়ই আল্লাহ্
لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ إِنَّ اللَّهَ
প্রত্যেক উদ্ধত অহংকারীকে ভালবাসেন না।নিশ্চয়ই আল্লাহ্
error: Content is protected !!
Scroll to Top