কিভাবে বর্তমান কালের ফি’লকে লাইটেস্ট ফর্ম বানাতে হয় !

সাধারণভাবে, একটি বর্তমান বা ভবিষ্যত কালের ফি’ল শেষ হয় পেশ হরকত বা নূন হরফ দিয়ে। তন্মধ্যে ৫ টি সর্বনামের ক্ষেত্রে পেশ হরকত দিয়ে শেষ হয় এবং বাকি ৯ টি সর্বনামের ক্ষেত্রে নূন (ن) দিয়ে শেষ হয়।নিচের টেবিল থেকে একটি ফি’লের বর্তমান বা ভবিষ্যত কালের ১৪ টি ফর্ম দেখে মিলিয়ে নেই কিভাবে/কী হরফ দিয়ে ফি’লটি শেষ হয়েছে।

বহুবচনদ্বিবচনএকবচন
নূন (ن)নূন (ن)পেশ
هُمْ يَفْتَحُوْنَ هُمَا يَفْتَحَانِ هُوَ يَفْتَحُ
নূন (ن)নূন (ن)পেশ
هُنَّ يَفْتَحْنَ هُمَا تَفْتَحَانِ هِيَ تَفْتَحُ
নূন (ن)নূন (ن)পেশ
أَنْتُمْ تَفْتَحُوْنَأَنْتُمَا تَفْتَحَانِأَنْتَ تَفْتَحُ
নূন (ن)নূন (ن)নূন (ن)
أَنْتُنَّ تَفْتَحْنَأَنْتُمَا تَفْتَحَانِأَنْتِ تَفْتَحِيْنَ
পেশপেশ
نَحْنُ نَفْتَحُأَنَا أَفْتَحُ

লাইটেস্ট ফর্ম বানাতে হলে পেশ দিয়ে শেষ হওয়া পাঁচটি ফর্মকে সুকুন/জজম দ্বারা পরিবর্তন করতে হবে। বাকি ৯ টি সর্বনামের ক্ষেত্রে নূন দিয়ে শেষ হওয়া নূনগুলো তুলে দিতে হবে । তবে ইস্ত্রীবাচক বহুবচন সর্বনামের ২ টি ফর্ম ছাড়া। এক্ষেত্রে কোনো পরিবর্তন হবেনা অর্থাৎ নিয়মিত ও লাইটেস্ট দুই ক্ষেত্রেই ইস্ত্রীবাচক বহুবচন সর্বনামের ফর্মগুলো দেখতে একইরকম হবে। নিচের টেবিলে লাইটেস্ট ফর্মের ১৪ টি ফর্ম দেখানো হলো :

বহুবচনদ্বিবচনএকবচন
هُمْ يَفْتَحُوْا هُمَا يَفْتَحَا هُوَ يَفْتَحْ
هُنَّ يَفْتَحْنَ هُمَا تَفْتَحَا هِيَ تَفْتَحْ
أَنْتُمْ تَفْتَحُوْاأَنْتُمَا تَفْتَحَاأَنْتَ تَفْتَحْ
أَنْتُنَّ تَفْتَحْنَأَنْتُمَا تَفْتَحَاأَنْتِ تَفْتَحِيْ
نَحْنُ نَفْتَحْأَنَا أَفْتَحْ

একটা কথা মনে রাখতে হবে যে লাইটেস্ট ফর্মের আলাদা কোনো অর্থ নেই। লাইট ফর্মের অর্থ নির্ভর করবে পূর্ববর্তী লাইটেস্ট হারফের উপর।

1 comment

  1. ما شاء الله جميل. الحمد لله انا
    .افهم جيد جدا. شكرا جزيلا

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!