কিভাবে বর্তমান কালের ফি’লকে লাইটেস্ট ফর্ম বানাতে হয় !

সাধারণভাবে, একটি বর্তমান বা ভবিষ্যত কালের ফি’ল শেষ হয় পেশ হরকত বা নূন হরফ দিয়ে। তন্মধ্যে ৫ টি সর্বনামের ক্ষেত্রে পেশ হরকত দিয়ে শেষ হয় এবং বাকি ৯ টি সর্বনামের ক্ষেত্রে নূন (ن) দিয়ে শেষ হয়।নিচের টেবিল থেকে একটি ফি’লের বর্তমান বা ভবিষ্যত কালের ১৪ টি ফর্ম দেখে মিলিয়ে নেই কিভাবে/কী হরফ দিয়ে ফি’লটি শেষ হয়েছে।

বহুবচনদ্বিবচনএকবচন
নূন (ن)নূন (ن)পেশ
هُمْ يَفْتَحُوْنَهُمَا يَفْتَحَانِهُوَ يَفْتَحُ
নূন (ن)নূন (ن)পেশ
هُنَّ يَفْتَحْنَهُمَا تَفْتَحَانِهِيَ تَفْتَحُ
নূন (ن)নূন (ن)পেশ
أَنْتُمْ تَفْتَحُوْنَأَنْتُمَا تَفْتَحَانِأَنْتَ تَفْتَحُ
নূন (ن)নূন (ن)নূন (ن)
أَنْتُنَّ تَفْتَحْنَأَنْتُمَا تَفْتَحَانِأَنْتِ تَفْتَحِيْنَ
পেশপেশ
نَحْنُ نَفْتَحُأَنَا أَفْتَحُ

লাইটেস্ট ফর্ম তৈরির নিয়ম:

  1. যেসব ফর্ম পেশ (ــُ) দিয়ে শেষ হয়, তাদের শেষের পেশ পরিবর্তন করে সুকুন/জজম (ــْ) দিতে হবে।
  2. বাকি ৯টি সর্বনাম-এর ক্ষেত্রে, যেসব ক্রিয়া নূন দিয়ে শেষ হয়, তাদের শেষের নূন অপসারণ করতে হবে।
  3. তবে, স্ত্রীবাচক বহুবচন সর্বনাম-এর ২টি ফর্মে কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ নিয়মিতলাইটেস্ট — দুই ক্ষেত্রেই এই ফর্মগুলো একই রকম থাকবে।
বহুবচনদ্বিবচনএকবচন
هُمْ يَفْتَحُوْاهُمَا يَفْتَحَاهُوَ يَفْتَحْ
هُنَّ يَفْتَحْنَهُمَا تَفْتَحَاهِيَ تَفْتَحْ
أَنْتُمْ تَفْتَحُوْاأَنْتُمَا تَفْتَحَاأَنْتَ تَفْتَحْ
أَنْتُنَّ تَفْتَحْنَأَنْتُمَا تَفْتَحَاأَنْتِ تَفْتَحِيْ
نَحْنُ نَفْتَحْأَنَا أَفْتَحْ

একটা কথা মনে রাখতে হবে যে লাইটেস্ট ফর্মের আলাদা কোনো অর্থ নেই। লাইট ফর্মের অর্থ নির্ভর করবে পূর্ববর্তী লাইটেস্ট হারফের (لِ , فَلْ, وَلْ , لَمَّا , لَمْ , إِنْ ) উপর।

1 thought on “কিভাবে বর্তমান কালের ফি’লকে লাইটেস্ট ফর্ম বানাতে হয় !”

  1. شمسن نهار شيرين

    ما شاء الله جميل. الحمد لله انا
    .افهم جيد جدا. شكرا جزيلا

Comments are closed.

error: Content is protected !!
Scroll to Top