সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ-২

এই সিরিজে ধারাবাহিকভাবে পবিত্র কুরআনুল কারীমে সবচেয়ে বেশি ব্যবহৃত ইসম ও হারফের তালিকা উদাহরণসহ দেয়া হবে ইন শা আল্লাহ !

উদাহরণঅর্থশব্দের ধরণশব্দ
يَا أَيُّهَا النَّاسُ اعْبُدُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ হে মানবজাতি! তোমাদের প্রভুর উপাসনা
করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন 
যে/যিনিইসম
(সম্বন্ধসূচক সর্বনাম)
ٱلَّذِى
ذَٰلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ
এ সেই কিতাব যাতে কোনই সন্দেহ নেই। 
নেইহারফ নাফিلَا
يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ
তারা জানে যা তোমরা কর I
যাইসম
(সম্বন্ধসূচক সর্বনাম)
مَا
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
সমস্ত প্রশংসা আল্লাহ্‌র প্রাপ্য,(যিনি)
সমুদয় সৃষ্ট-জগতের প্রভু।
প্রভুইসমرَبّ
وَإِلَى اللَّهِ الْمَصِيرُ 
আর আল্লাহ্‌র দিকেই প্রত্যাবর্তন।
প্রতি, দিকেহারফإِلَىٰ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!