সূরা নাবা থেকে ১৫টি ফি’লের লুকায়িত সর্বনাম চিহ্নিতকরন

কুইজ

মূল শিক্ষা:
ক) প্রতিটি ফি’ল (ক্রিয়া) এর ভেতরে লুকায়িত সর্বনাম শনাক্ত করা।
খ) প্রতিটি ফি’ল কোন কালে আছে তা চেনা।
গ) শব্দগুলোর অর্থ মনে রাখা।

1. يَتَسَاءَلُونَ (পরস্পর জিজ্ঞাসা করা) – লুকায়িত সর্বনাম?

2. يَعْلَمُونَ (জানা) – লুকায়িত সর্বনাম?

3. نَجْعَلُ (স্থাপন করা/বানানো) – লুকায়িত সর্বনাম?

4. يَرْجُونَ (আশা করা) – লুকায়িত সর্বনাম?

5. يَسْمَعُونَ (শোনা) – লুকায়িত সর্বনাম?

6. بَنَيْنَا (নির্মাণ করা/ বানানো) – লুকায়িত সর্বনাম?

7. يَمْلِكُونَ (মালিক হওয়া) – লুকায়িত সর্বনাম?

8. شَاءَ (চাওয়া/ইচ্ছা করা) – লুকায়িত সর্বনাম?

9. اتَّخَذَ (গ্রহণ করা) – লুকায়িত সর্বনাম?

10. تَأْتُونَ (আসা) – লুকায়িত সর্বনাম?

11. يَنْظُرُ (দেখা) – লুকায়িত সর্বনাম?

12. كَذَّبُوا (মিথ্যা প্রতিপন্ন করা) – লুকায়িত সর্বনাম?

13. يَذُوقُونَ (আস্বাদন/স্বাদ নেওয়া) – লুকায়িত সর্বনাম?

14. يَقُومُ (দাঁড়ানো/উঠা) – লুকায়িত সর্বনাম?

15. يَتَكَلَّمُونَ (কথা বলা) – লুকায়িত সর্বনাম?


⭐ অর্থগুলো নিরপেক্ষ (কালের বাইরে) রাখা হয়েছে—উদ্দেশ্য হলো লুকায়িত সর্বনাম সঠিকভাবে ধরতে পারা।

error: Content is protected !!
Scroll to Top