ক্রিয়াবাচক বাক্যে ফাই’ল চিহ্নিতকরন-১

বাহ্যিক ফাই’ল ছাড়া ক্রিয়াবাচক বাক্যটির অনুবাদ কেমন হয় এবং বাহ্যিক ফাই’ল সহ বাক্যটি কেমন হয় অনুশীলন করুন।

মাফ’উলফা’ইলফি’ল
جَالُوتَ دَاوُودُقَتَلَ
জালুতকে দাউদহত্যা করলেন
الْمُرْسَلِينَ قَوْمُ نُوحٍكَذَّبَتْ
রসূলগণকে নূহের সম্প্রদায়প্রত্যাখ্যান করেছিল
أَعْمَالَهُمْ اللَّهُأَحْبَطَ
তাদের কর্মসমূহ আল্লাহ্বিফল করেছেন
مُوسَىٰ رَبُّكَنَادَىٰ
মূসাকে তোমার প্রভুডাকলেন
أَصْحَابَ الْجَنَّةِ أَصْحَابُ النَّارِنَادَىٰ
জান্নাতীদেরকে জাহান্নামীরাডাকলেন
أَصْحَابَ النَّارِ أَصْحَابُ الْجَنَّةِنَادَىٰ
জাহান্নামীদেরকে জান্নাতীরাডাকলেন
ابْنَهُ نُوحٌنَادَىٰ
তাঁর পুত্রকে নূহডাকলেন
رَّبَّهُ نُوحٌنَادَىٰ
তাঁর প্রভুকে নূহ্ডাকলেন
سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ اللَّهُيُبَدِّلُ
তাদের মন্দকাজকে সৎকাজ দিয়ে আল্লাহ্বদলে দেন
الْأَمْثَالَ اللَّهُيَضْرِبُ
দৃষ্টান্তসমূহ আল্লাহ্উপস্থাপন করেন
الْمُؤْمِنِينَ الْقِتَالَ اللَّهُكَفَى
যুদ্ধে মুমিনদের জন্যে আল্লাহযথেষ্ট হয়ে গেছেন
أَمْرًا اللَّهُ وَرَسُولُهُقَضَى
কোনো বিষয়ে আল্লাহ্ ও তাঁর রসূলসিদ্ধান্ত নিয়েছেন
error: Content is protected !!
Scroll to Top