বহুল ব্যবহৃত ফি’ল । সারণি -৪ উদাহরণসহ

أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ
وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ
أَطَاعَ – يُطِيعُ
আল্লাহর আনুগত্য কর, রাসূলের আনুগত্য কর,
আর তোমাদের মধ্যকার কর্তৃপক্ষের
মান্য করা
بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَاأَوْحَى – يُوحِي
এজন্য যে, আপনার রব তা-কে ওহী করেছিলেনওহী করা
قُلْ إِنَّمَا أَدْعُو رَبِّي
وَلَا أُشْرِكُ بِهِ أَحَدًا
أَشْرَكَ – يُشْرِكُ
বলুন, আমি শুধু আমার রবকে আহ্বান করি,
এবং তাঁর সাথে কাউকে শরিক করি না
শরিক করা
إِذَا أُلْقُوا فِيهَا
سَمِعُوا لَهَا شَهِيقًا وَهِيَ تَفُورُ
أَلْقَى – يُلْقِي
যখন তারা এতে নিক্ষিপ্ত হবে,
তখন তারা এর গর্জন শুনবে এবং তা উথলে উঠবে
নিক্ষেপ করা
إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّوَعَدَ – يَعِدُ
নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্যপ্রতিশ্রুতি দেওয়া
الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ
وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ
أَنْفَقَ – يُنْفِقُ
যারা নামায কায়েম করে,
এবং আমরা তাদের যা দিয়েছি তা ব্যয় করে
ব্যয় করা
اللَّهُمَّ اغْفِرْ لَنَا ذُنُوبَنَاغَفَرَ – يَغْفِرُ
হে আল্লাহ, আমাদের পাপসমূহ ক্ষমা করুনক্ষমা করা
مَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُأَضَلَّ – يُضِلُّ
যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন, তার কোন পথপ্রদর্শক নেইভ্রষ্ট করা
وَاللَّهُ لَا يُحِبُّ الْمُفْسِدِينَأَحَبَّ – يُحِبُّ
আল্লাহ ফাসাদকারীদের ভালোবাসেন নাভালবাসা
مَا أَصَابَ مِنْ مُصِيبَةٍ
إِلَّا بِإِذْنِ اللَّهِ
أَصَابَ – يُصِيبُ
আল্লাহর অনুমতি ছাড়া কোন বিপদ আসে নাআঘাত করা / আসা
أَتُوبُ إِلَيْهِتَابَ – يَتُوبُ
আমি তাঁর দিকে তওবা করিতওবা করা
لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا
لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ
كَسَبَ – يَكْسِبُ
আল্লাহ কোন প্রাণীকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না
প্রত্যেকের জন্য যা অর্জন করেছে, তার প্রতিফল
অর্জন করা
وَالْقَمَرِ إِذَا تَلَاهَاتَلَا – يَتْلُو
শপথ চন্দ্রের,
যখন সে সূর্যকে অনুসরণ করে
তিলাওয়াত করা / অনুসরণ করা
اللَّهُمَّ رْزُقْنِيرَزَقَ – يَرْزُقُ
হে আল্লাহ, আমাকে রিজিক দিনরিজিক দেওয়া
إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُنَصَرَ – يَنْصُرُ
যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসেসাহায্য করা / জয় দেওয়া
error: Content is protected !!
Scroll to Top