জুমলা ইসমিয়া বাক্যের প্যাটার্ন-৬: মুবতাদা+খবর+খবর

জুমলা ইসমিয়া বাক্যের প্যাটার্ন-৬: মুবতাদা+খবর+খবর

জুমলা ইসমিয়া বাক্যের এই প্যাটার্নটি কিছুটা প্যাটার্ন-১ এর মতো অর্থাৎ এখানে মুবতাদা ও খবর থাকে। পার্থক্য হল এখানে একটি অতিরিক্ত খবর আসে অর্থাৎ মুবতাদার পর দুটি খবর পরপর আসে। পাশাপাশি বসা খবর দুটিকে মাউসুফ ও সিফাহর মতো মনে হলেও প্রকৃতপক্ষে দুটি সিফাহ হিসাবে বাক্যের মুবতাদাকে বিশেষায়িত করে এবং একটি বাক্য তৈরী করে। এই বাক্যের প্যাটার্নে মুবতাদা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার নাম পাওয়া যায়, এবং খবর (সিফাহ) হিসাবে দুটি করে আল্লাহর সুন্দর নাম আসে।

পবিত্র কুরআনুল কারীম থেকে উদাহরণ

নিচে পবিত্র কুরআন থেকে এই প্যাটার্নের বাক্যের কিছু উদাহরণ দেয়া হল :

বাংলা অর্থখবরখবরমুবতাদা
আল্লাহ্ সর্বশ্রোতা, সর্বজ্ঞعَلِيمٌسَمِيعٌاللَّهُ
আল্লাহ সর্বব্যাপী, সর্বজ্ঞعَلِيمٌوَاسِعٌاللَّهُ
আল্লাহ সর্বজ্ঞ, সহনশীলحَلِيمٌعَلِيمٌاللَّهُ
আল্লাহ্ সর্বজ্ঞ, পরমজ্ঞানীحَكِيمٌعَلِيمٌاللَّهُ
আল্লাহ ক্ষমাশীল, করুণাময়رَّحِيمٌغَفُورٌاللَّهُ
আল্লাহ ক্ষমাশীল, সহনশীলحَلِيمٌغَفُورٌاللَّهُ
আল্লাহ মহাবিত্তবান, সহিঞ্চুحَلِيمٌغَنِيٌّاللَّهُ
আল্লাহ গুণগ্রাহী, সহনশীলحَلِيمٌشَكُورٌاللَّهُ
নিশ্চয় আল্লাহ সর্বব্যাপী, সর্বজ্ঞعَلِيمٌوَاسِعٌ ‎ إِنَّ اللَّهَ
নিঃসন্দেহে আল্লাহ্ সর্বশ্রোতা, সর্বজ্ঞعَلِيمٌسَمِيعٌ إِنَّ اللَّهَ ‎
নিশ্চয়ই আল্লাহ্ গুণগ্রাহী, সর্বজ্ঞعَلِيمٌشَاكِرٌإِنَّ اللَّهَ  
আল্লাহ্ নিঃসন্দেহে সর্বশ্রোতা, সর্বজ্ঞعَلِيمٌسَمِيعٌأَنَّ اللَّهَ 
নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, সর্বশক্তিমানقَدِيرٌعَلِيمٌإِنَّ اللَّهَ 
নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, পূর্ণ-ওয়াকিফহালخَبِيرٌعَلِيمٌإِنَّ اللَّهَ
নিশ্চয় আল্লাহ মার্জনাকারী, ক্ষমাশীলغَفُورٌلَعَفُوٌّإِنَّ اللَّهَ ‎
নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, ক্ষমাশীলغَفُورٌعَزِيزٌ إِنَّ اللَّهَ ‎
নিশ্চয়ই আল্লাহ শক্তিধর, পরাক্রমশালীعَزِيزٌلَقَوِيٌّإِنَّ اللَّهَ 
নিঃসন্দেহে আল্লাহ্ মহাবিত্তবান, প্রশংসিতحَمِيدٌلَغَنِيٌّإِنَّ اللَّهَ 
আল্লাহ পরাক্রমশালী, বিজ্ঞحَكِيمٌعَزِيزٌأَنَّ اللَّهَ 
নিশ্চয় তোমার প্রভু পরমজ্ঞানী, সর্বজ্ঞعَلِيمٌحَكِيمٌإِنَّ رَبَّكَ 
নিশ্চয় তোমার প্রভু ক্ষমাশীল, দয়ালুرَّحِيمٌغَفُورٌإِنَّ رَبَّكَ 
নিশ্চয় তোমার প্রভু ক্ষমাশীল, দয়ালুرَّحِيمٌغَفُورٌإِنَّ رَبَّكَ ‎
নিশ্চয় আমার প্রভু ক্ষমাশীল, দয়ালুرَّحِيمٌلَغَفُورٌ إِنَّ رَبِّي 
নিশ্চয় আমাদের প্রভু ক্ষমাশীল, গুণগ্রাহীشَكُورٌلَغَفُورٌ إِنَّ رَبَّنَا 
নিশ্চয়ই আমার প্রভু মহাবিত্তবান, মহানুভবكَرِيمٌغَنِيٌّإِنَّ رَبِّي 
তিনি পরমজ্ঞানী, চির-ওয়াকিফহালالْخَبِيرُالْحَكِيمُ هُوَ
নিশ্চয় তিনি পরাক্রমশালী, বিজ্ঞحَكِيمٌعَزِيزٌإِنَّهُ
নিঃসন্দেহে তিনি পরমজ্ঞানী, সর্বজ্ঞعَلِيمٌحَكِيمٌإِنَّهُ
নিঃসন্দেহে তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমানقَدِيرٌعَلِيمٌ إِنَّهُ 
নিশ্চয় তিনি ক্ষমাশীল, গুণগ্রাহীشَكُورٌغَفُورٌإِنَّهُ
নিঃসন্দেহে আমি সুরক্ষক, সর্বজ্ঞعَلِيمٌحَفِيظٌإِنِّي
নিশ্চয় তুমি ক্ষমাশীল, দয়ালুرَّحِيمٌغَفُورٌإِنَّكَ

1 comment

Comments are closed.

error: Content is protected !!