দ্বিতীয় ধাপে আমরা প্রতিটা ফ্যামিলির দ্বিতীয় গুরুত্বপূর্ণ সদস্য সম্পর্কে বিস্তারিত শিখবো।দ্বিতীয় সদস্য হল Imperfect/বর্তমান বা ভবিষ্যত কালের ১৪টি ফর্ম । ১৪ টি ফর্ম আসার কারণ ১৪ টি সর্বনাম।
নিচের টেবিল থেকে আমরা ফ্যামিলি -১ (فَتَحَ) এর অন্তুর্ভুক্ত কিছু ফি’লের জন্য ১৪ টি Imperfect/বর্তমান বা ভবিষ্যত কালের ১৪টি ফর্ম বানানো দেখবো :
فَتَحَ – يَفْتَحُ বিজয় করা
বহুবচন
দ্বিবচন
একবচন
هُمْيَفْتَحُوْنَ
هُمَايَفْتَحَانِ
هُوَيَفْتَحُ
তারা জেতে/জিতবে
তারা (দুজন) জেতে/জিতবে
সে জেতে/জিতবে
هُنَّيَفْتَحْنَ
هُمَاتَفْتَحَانِ
هِيَتَفْتَحُ
তারা জেতে/জিতবে
তারা (দুজন) জেতে/জিতবে
সে জেতে/জিতবে
أَنْتُمْتَفْتَحُوْنَ
أَنْتُمَاتَفْتَحَانِ
أَنْتَتَفْتَحُ
তোমরা জেত/জিতবে
তোমরা (দুজন) জেত/জিতবে
তুমি জেত/জিতবে
أَنْتُنَّتَفْتَحْنَ
أَنْتُمَاتَفْتَحَانِ
أَنْتِتَفْتَحِيْنَ
তোমরা জেত/জিতবে
তোমরা (দুজন) জেত/জিতবে
তুমি জেত/জিতবে
نَحْنُنَفْتَحُ
أَنَاأَفْتَحُ
আমরা জিতি/জিতব
আমি জিতি/জিতব
فَتَحَ ফি’লটির আরো কিছু অর্থ হতে পারে। আমরা একটি অর্থ নিয়ে এখানে দেখিয়েছি