قَالَ –يَقُولُ–قُلْ
পবিত্র কুরআনে সবচেয়ে বেশি ব্যবহৃত ফি’ল/ক্রিয়া হলো قَالَ এবং ইহার বিভিন্ন রূপ যার সংখ্যা ১৬১৮ বার।এই ফি’লটি রুট বর্ণ ق و ل থেকে এসেছে। এই ফি’লটির সবচেয়ে বেশি ব্যবহৃত ফর্মগুলি অর্থ সহ নিচের টেবিলে দেওয়া হলো:
উদাহরণ | অর্থ | ফি’ল |
قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ তিনি বললেন — “আমি নিশ্চয় যা জানি তোমরা তা জানো না। | সে বললো/তিনি বললেন | قَالَ |
قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ তারা বললো — “, আমরা কেবল শান্তিকামী।” | তারা বললো | قَالُوا |
قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا আমরা বললাম, তোমরা সবাই এখান থেকে নেমে যাও। | আমরা বললাম | قُلْنَا |
يَقُولُ لَهُ كُنْ فَيَكُونُ তিনি বলেন ‘হয়ে যাও’ অমনি তা হয়ে যায় | সে বলে/বলবে | يَقُولُ |
يَقُولُونَ هَٰذَا مِنْ عِنْدِ اللَّهِ তারা বলে, এটা আল্লাহর পক্ষ থেকে | তারা বলে/বলবে | يَقُولُونَ |
وَإِذَا قِيلَ لَهُمْ আর যখন তাদের বলা হলো | তাকে বলা হয়েছিল | قِيلَ |
قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ বলুন তিনি আল্লাহ্, একক-অদ্বিতীয় | বলো/বলুন | قُلْ |