পবিত্র কুরআনে বহুল ব্যবহৃত ফি’ল-قَالَ

قَالَ –يَقُولُقُلْ

পবিত্র কুরআনে সবচেয়ে বেশি ব্যবহৃত ফি’ল/ক্রিয়া হলো قَالَ এবং ইহার বিভিন্ন রূপ যার সংখ্যা ১৬১৮ বার।এই ফি’লটি রুট বর্ণ ق و ل থেকে এসেছে। এই ফি’লটির সবচেয়ে বেশি ব্যবহৃত ফর্মগুলি অর্থ সহ নিচের টেবিলে দেওয়া হলো:

উদাহরণঅর্থফি’ল
قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ
তিনি বললেন — “আমি নিশ্চয় যা জানি তোমরা তা জানো না।
সে বললো/তিনি বললেনقَالَ
 قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ
তারা বললো — “, আমরা কেবল শান্তিকামী।”
তারা বললো قَالُوا
قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا
আমরা বললাম, তোমরা সবাই এখান থেকে নেমে যাও।
আমরা বললাম قُلْنَا
 يَقُولُ لَهُ كُنْ فَيَكُونُ
তিনি বলেন ‘হয়ে যাও’ অমনি তা হয়ে যায়
সে বলে/বলবে يَقُولُ 
يَقُولُونَ هَٰذَا مِنْ عِنْدِ اللَّهِ 
তারা বলে, এটা আল্লাহর পক্ষ থেকে
তারা বলে/বলবেيَقُولُونَ
وَإِذَا قِيلَ لَهُمْ
আর যখন তাদের বলা হলো 
তাকে বলা হয়েছিলقِيلَ
قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ
বলুন তিনি আল্লাহ্‌, একক-অদ্বিতীয়
বলো/বলুনقُلْ
error: Content is protected !!