এই সিরিজে ধারাবাহিকভাবে পবিত্র কুরআনুল কারীমে সবচেয়ে বেশি ব্যবহৃত ইসম ও হারফের তালিকা উদাহরণসহ দেয়া হবে ইন শা আল্লাহ !
উদাহরণ | অর্থ | শব্দের ধরণ | শব্দ |
---|---|---|---|
يَا أَيُّهَا النَّاسُ اعْبُدُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ হে মানবজাতি! তোমাদের প্রভুর উপাসনা করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন | যে/যিনি | ইসম (সম্বন্ধসূচক সর্বনাম) | ٱلَّذِى |
ذَٰلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ এ সেই কিতাব যাতে কোনই সন্দেহ নেই। | নেই | হারফ নাফি | لَا |
يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ তারা জানে যা তোমরা কর I | যা | ইসম (সম্বন্ধসূচক সর্বনাম) | مَا |
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ সমস্ত প্রশংসা আল্লাহ্র প্রাপ্য,(যিনি) সমুদয় সৃষ্ট-জগতের প্রভু। | প্রভু | ইসম | رَبّ |
وَإِلَى اللَّهِ الْمَصِيرُ আর আল্লাহ্র দিকেই প্রত্যাবর্তন। | প্রতি, দিকে | হারফ | إِلَىٰ |