প্যাটার্ন -৪ : ফি’ল + মাফ’উল + মুতাআল্লিক বিল ফি’ল
এই প্যাটার্নের বাক্যের বৈশিষ্ট্য হলো, এখানে তিনটি উপাদান থাকবে: ফি’ল, মাফ’উল এবং মুতাআল্লিক বিল ফি’ল। এই বাক্যের ফি’লটি সর্বদা কতৃবাচ্য (Active) ফর্মে থাকবে। যেহেতু এই বাক্যে কোনো বাহ্যিক/outside ফা’ইল নেই, তাই ফি’লের মধ্যে লুকায়িত সর্বনামটি ফা’ইলের ভূমিকা পালন করবে এবং অনুবাদে তা প্রকাশিত হবে। মাফ’উল একটি নাসব স্ট্যাটাসের ইসম হতে পারে অথবা একটি বাক্যাংশও হতে পারে। মুতাআল্লিক বিল ফি’ল সর্বদা হয় একটি জার্ মাজরূর অথবা বিশেষ মুদফ ও মুদফ ইলাইহি বাক্যাংশ হবে।
নিচে পবিত্র কুরআনুল কারীম থেকে এই প্যাটার্নের বাক্যের কিছু উদাহরণ দেয়া হলো :
| মুতাআল্লিক বিল ফি’ল | মাফ’উল | ফি’ল |
|---|---|---|
| مِنْ عَلَقٍ | الْإِنسَانَ | خَلَقَ |
| জমাট রক্ত থেকে | মানুষকে | তিনি সৃষ্টি করেছেন |
| لِلذِّكْرِ | الْقُرْآنَ | يَسَّرْنَا |
| বোঝার জন্যে | কুরআনকে | আমরা সহজ করে দিয়েছি |
| فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ | السِّرَّ | يَعْلَمُ |
| নভোমন্ডল ও ভূমন্ডলের | গোপন রহস্য | তিনি জানেন |
| عَلَىٰ عَبْدِهِ | الْفُرْقَانَ | نَزَّلَ |
| তাঁর বান্দার প্রতি | ফুরকন | তিনি অবতীর্ণ করেছেন |
| عَلَيْكُمْ | نِعْمَةَ اللَّهِ | اذْكُرُوا |
| তোমাদের উপরে | আল্লাহ্র অনুগ্রহ | তোমরা স্মরণ করো |
| مِّنَ الْأَرْضِ | آلِهَةً | اتَّخَذُوا |
| মাটির তৈরী | অনেক উপাস্য | তারা গ্রহণ করেছে |
| غَيْرِي | إِلَٰهًا | اتَّخَذْتَ |
| আমাকে ছাড়া | একজন উপাস্য | তুমি গ্রহণ করেছো |
| مِنَ الثَّمَرَاتِ | أَهْلَهُ | ارْزُقْ |
| ফলফসল দিয়ে | এর লোকদের | জীবিকা দান করো |

alhamdulillah