প্যাটার্ন -৮ : (ফি’ল+মাফউলুন বিহি) + মাফ’উল
এই প্যাটার্নের বাক্যের বৈশিষ্ট্য হলো এখানে তিনটি উপাদান থাকবে যথা ফি’ল, মাফ’উলুন বিহি ও মাফ’উল। মাফ’উলুন বিহি সর্বদা একটি যুক্ত সর্বনাম হবে এবং যার স্টেটাস নাসব হিসাবে পরিগণিত হবে।মাফ’উলুন বিহিও এক ধরণের মাফ’উল। যেহেতু ইহা সর্বদা একটি যুক্ত সর্বনাম হবে , তাই ইহাকে আলাদা করে নাম দেয়া হয়েছে।
মাফ’উল একটি নাসব স্ট্যাটাসের ইসম হতে পারে অথবা একটি বাক্যাংশও হতে পারে।
নিচে পবিত্র কুরআনুল কারীম থেকে এই প্যাটার্নের বাক্যের কিছু উদাহরণ দেয়া হলো:
| মাফ’উল | ফি’ল+মাফ’উলুন বিহি |
|---|---|
| أَسْفَلَ سَافِلِينَ | رَدَدْنَاهُ |
| হীনদের মধ্যে হীনতমে | আমরা তাকে পরিণত করেছি |
| هَبَاءً مَّنثُورًا | جَعَلْنَاهُ |
| বিক্ষিপ্ত ধূলিকণা | আমরা তাকে বানিয়েছি |
| نُطْفَةً | جَعَلْنَاهُ |
| শুক্রবিন্দু রূপে | আমরা তাকে বানিয়েছি |
| أُمَّةً وَسَطًا | جَعَلْنَاكُمْ |
| মধ্যপন্থী জাতি | আমরা তোমাদের বানিয়েছি |
| خَلَائِفَ | جَعَلْنَاهُمْ |
| প্রতিনিধি | আমরা তাদের বানিয়েছি |
| الْأَسْفَلِينَ | جَعَلْنَاهُمُ |
| হীন | আমরা তাদের বানিয়েছি |
| أَئِمَّةً | جَعَلْنَاهُمْ |
| নেতৃবৃন্দ | আমরা তাদের বানিয়েছি |
| غُثَاءً | جَعَلْنَاهُمْ |
| আবর্জনা | আমরা তাদের বানিয়েছি |
| نُورًا | جَعَلْنَاهُ |
| এক আলোক/নূর | আমরা এটিকে বানিয়েছি |
| قُرْآنًا عَرَبِيًّا | جَعَلْنَاهُ |
| আরবী ভাষায় কুরআন | আমরা এটিকে বানিয়েছি |
| أَبْكَارًا | جَعَلْنَاهُنَّ |
| চিরকুমারী | আমরা তাদের বানিয়েছি |
| تَرْتِيلًا | رَتَّلْنَاهُ |
| ক্রমে ক্রমে | আমরা একে আবৃত্তি করেছি |
| بَنِي إِسْرَائِيلَ | أَوْرَثْنَاهَا |
| বনী-ইসলাঈলকে | আমরা এর উত্তরাধিকার করলাম |
| قَوْمًا آخَرِينَ | أَوْرَثْنَاهَا |
| অন্য এক জাতিকে | আমরা এর উত্তরাধিকার করলাম |
| أَوَّلَ مَرَّةٍ | خَلَقَكُمْ |
| প্রথম বার | তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন |
| أَطْوَارًا | خَلَقَكُمْ |
| স্তরে-স্তরে | তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন |
