কুরআনে سَمِعَ ফ্যামিলির ১৩টি বহুল ব্যবহৃত ফি’ল

এখানে سَمِعَ ফ্যামিলির ১৩টি নিয়মিত ক্রিয়া/ফি’ল রয়েছে। এই ১৩টি ক্রিয়া কুরআনে বিভিন্ন রূপে মোট ১৪০৮ বার ব্যবহৃত হয়েছে। আসুন আমরা ধীরে ধীরে, আমাদের নিজস্ব গতিতে একটু একটু করে ক্রিয়া/ফি’লগুলোর সাথে পরিচিত হই ।

مَفْعُولفَاعِلٌالنَّهْيُالْأَمْرُالْمُضَارِعالْمَاضِي
বাংলা অর্থকর্মকর্তানিষেধবাচকআদেশবাচকবর্তমান/ভবিষ্যৎ কালঅতীত কাল
শোনাمَسْمُوعٌسَامِعٌلَا تَسْمَعْاِسْمَعْيَسْمَعُسَمِعَ
দুঃখিত হওয়াمَحْزُونٌحَازِنٌلَا تَحْزَنْاِحْزَنْيَحْزَنُحَزِنَ
ভাবা /
বিবেচনা করা
مَحْسُوبٌحَاسِبٌلَا تَحْسَبْاِحْسَبْيَحْسَبُحَسِبَ
সংরক্ষণ করা /
রক্ষা করা
مَحْفُوظٌحَافِظٌلَا تَحْفَظْاِحْفَظْيَحْفَظُحَفِظَ
ক্ষতিগ্রস্ত হওয়াمَخْسُورٌخَاسِرٌلَا تَخْسَرْاِخْسَرْيَخْسَرُخَسِرَ
দয়া / করুণা করাمَرْحُومٌرَاحِمٌلَا تَرْحَمْاِرْحَمْيَرْحَمُرَحِمَ
সাক্ষ্য দেওয়া /
উপস্থিত থাকা
مَشْهُودٌشَاهِدٌلَا تَشْهَدْاِشْهَدْيَشْهَدُشَهِدَ
জানাمَعْلُومٌعَالِمٌلَا تَعْلَمْاِعْلَمْيَعْلَمُعَلِمَ
কাজ করাمَعْمُولٌعَامِلٌلَا تَعْمَلْاِعْمَلْيَعْمَلُعَمِلَ
গভীরভাবে বুঝাمَفْقُوهٌفَاقِهٌلَا تَفْقَهْاِفْقَهْيَفْقَهُفَقِهَ
আনন্দিত হওয়াمَفْرُوحٌفَارِحٌلَا تَفْرَحْاِفْرَحْيَفْرَحُفَرِحَ
অপছন্দ করাمَكْرُوهٌكَارِهٌلَا تَكْرَهْاِكْرَهْيَكْرَهُكَرِهَ
অবস্থান করাمَلْبُوثٌلَابِثٌلَا تَلْبَثْاِلْبَثْيَلْبَثُلَبِثَ
  1. الماضي /অতীত কাল/Perfect : এমন ক্রিয়া যা অতীতে সংঘটিত হয়েছে।
  2. المضارع/বর্তমান/ভবিষ্যৎ কাল/Imperfect : এমন ক্রিয়া যা বর্তমানে হচ্ছে বা ভবিষ্যতে হতে পারে।
  3. الأمر /আদেশবাচক/Command: অন্য কাউকে কোনো কাজ করতে বলার জন্য ব্যবহৃত ক্রিয়া।
  4. النهي/নিষেধবাচক/Forbid: কাউকে কোনো কাজ করতে নিষেধ করার জন্য ব্যবহৃত ক্রিয়া (যেমন: “করো না”)।
  5. فاعلٌ/কর্তা/Subject/Doer : যে কাজটি করে, অর্থাৎ ক্রিয়ার কর্তা।
  6. مفعولٌ/কর্ম/Object: যার ওপর কাজটি সম্পাদিত হয়, অর্থাৎ ক্রিয়ার বস্তু।

চলুন ! একটি গল্পের মাধ্যমে শব্দগুলো পুনরালোচনা করি।

হিজরি ৯০০ সালের কথা। ইয়েমেনে এক আল্লাহ্ওয়ালা ব্যক্তি বসবাস করতেন। একদিন তিনি হজ পালনের দৃঢ় সিদ্ধান্ত নিলেন। তিনি জানতেন, এই সফর শুধু শরীরের কষ্ট নয়, বরং আত্মার পরিশুদ্ধির সফরও।

পথে এক বালককে দেখতে পেলেন, যে একটি গাছতলায় একা বসে কাঁদছিল। তিনি এগিয়ে গিয়ে বললেন,
— “বেটা, তুমি দুঃখিত (حَزِنَ) কেন ?”
ছেলেটি চোখ মুছে বলল,
— “আমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। আমাদের একসাথে এবার হজে যাওয়ার নিয়ত ছিল । একা একা আমার যাওয়ার কোন অবস্থা নেই অন্যদিকে আমার কোন সাহায্যকারীও নেই ।”

আল্লাহ্ওয়ালা ব্যক্তিটি দয়া করে (رَحِمَ) বললেন,
— “আল্লাহ আমাদের রক্ষা করেন (حَفِظَ), তিনিই তো সবচেয়ে বড় সাহায্যকারী। চলো, আমার সঙ্গেই হজে চলো।”

ছেলেটি একটু অবাক হয়ে ভাবল (حَسِبَ), তারপর একটু গুছিয়ে নিয়ে তাদের পথচলা শুরু করলো।

চলতে চলতে রাস্তার পাশে এক গ্রামে পৌঁছালেন যেখানে তারা কুরআনের তিলাওয়াত শুনল। আল্লাহ্ওয়ালা ব্যক্তি ছেলেটিকে বললেন,
— “শোনো (سَمِعَ), কী সুন্দরভাবে তারা কুরআন পড়ছে ! আমরা যেখানে থাকি না কেন, আমাদের জানা (عَلِمَ) দরকার সত্যিকারের ইসলাম কী।”

তিনি আরও বললেন,
— “জ্ঞান শুধু মুখস্থ নয়, বরং গভীরভাবে বুঝতে (فَقِهَ) হয়, যাতে তুমি তা দিয়ে নিজের জীবন গঠন করতে পারো।”

সেই রাতে তারা একটি মসজিদে রাত্রি যাপন করল। অবশেষে, অনেক দূরত্ব অতিক্রম করে তারা মক্কায় পৌঁছাল, এবং কা’বা শরীফের সামনে দাঁড়িয়ে চোখে পানি নিয়ে ছেলেটি বলল,
— “আমি এই পবিত্র স্থানে এসে আনন্দিত (فَرِحَ)।”

তারা একসঙ্গে তাওয়াফ করল, আর হজের প্রতিটি রোকন আদায় করল। হজের দিনগুলোতে ছেলেটি প্রতিদিন সেই ব্যক্তির সঙ্গে কাজ করত (عَمِلَ) যেমন, তাবু গুছানো থেকে শুরু করে অন্য হাজিদের সেবা পর্যন্ত।

একদিন তারা এক মজলিসে বসল, যেখানে একজন মুশরিক ইসলাম নিয়ে বাজে কথা বলছিল। ছেলেটি তা শুনে অপছন্দ করল (كَرِهَ) এবং বলল,
— “আমি এমন কথার সাক্ষী হতে (شَهِدَ) চাই না যা আমার নবীকে অপমান করে।”

হজ শেষ হলে তারা কিছুদিন মক্কায় অবস্থান করলেন (لَبِثَ)। ছেলেটি বলল,
— “মানুষ ভাবতে পারে আমি হজের জন্য সম্পদ খরচ করে ক্ষতিগ্রস্ত হয়েছি (خَسِرَ) কিন্তু আল্লাহর পথে কোনো কিছু খরচ করলে অনেক বেশি উত্তম প্রতিদান পাওয়া যায় ।”

চলুন ! আমরা এখন উপরের শব্দগুলোর উপর একটি কুইজ সমাধান করি ইন শা আল্লাহ।

১. ‘سَمِعَ’ ক্রিয়ার সঠিক বাংলা অর্থ কী?
A) জানা
B) শোনা
C) দয়া করা
D) দেখা

২. নিচের কোনটি ‘حَزِنَ’ ক্রিয়ার সঠিক বাংলা অর্থ?
A) আনন্দিত হওয়া
B) দুঃখিত হওয়া
C) অপছন্দ করা
D) গভীরভাবে বোঝা

৩. ‘حَسِبَ’ এর অর্থ কোনটি?
A) রক্ষা করা
B) ভাবা / বিবেচনা করা
C) কাজ করা
D) অপছন্দ করা

৪. ‘حَفِظَ’ এর সঠিক বাংলা হলো—
A) জানা
B) শোনা
C) সংরক্ষিত করা / রক্ষা করা
D) অপমান করা

৫. নিচের কোনটি ‘خَسِرَ’ এর সঠিক অর্থ?
A) ক্ষতিগ্রস্ত হওয়া
B) আনন্দিত হওয়া
C) গভীরভাবে বোঝা
D) শিক্ষা গ্রহণ করা

৬. ‘رَحِمَ’ অর্থ কী?
A) সাক্ষ্য দেয়া
B) দয়া করা / করুণা করা
C) তওবা করা
D) অপছন্দ করা

৭. ‘شَهِدَ’ এর বাংলা অনুবাদ কোনটি?
A) শোনা
B) জানা
C) সাক্ষ্য দেয়া / উপস্থিত থাকা
D) আনন্দিত হওয়া

৮. নিচের কোনটি ‘عَلِمَ’ এর অর্থ?
A) কাজ করা
B) জানা
C) থাকা
D) বোঝা

৯. ‘عَمِلَ’ শব্দটি দ্বারা বোঝানো হয়—
A) অপছন্দ করা
B) রক্ষা করা
C) কাজ করা
D) ভাবা

১০. ‘فَقِهَ’ শব্দের অর্থ কী?
A) গভীরভাবে বুঝা
B) দুঃখিত হওয়া
C) আনন্দিত হওয়া
D) সাক্ষ্য দেয়া

১১. ‘فَرِحَ’ এর সঠিক অনুবাদ—
A) আনন্দিত হওয়া
B) রক্ষা করা
C) অপছন্দ করা
D) চিন্তা করা

১২. ‘كَرِهَ’ এর বাংলা অর্থ কোনটি?
A) দয়া করা
B) অপছন্দ করা
C) দুঃখিত হওয়া
D) গভীরভাবে বুঝা

১৩. নিচের কোন ক্রিয়াটি “অবস্থান করা” বোঝায়?
A) فَرِحَ
B) عَلِمَ
C) لَبِثَ
D) سَمِعَ

১৪. “আল্লাহ মানুষকে রক্ষা করেন” — এই বাক্যে কোন الماضي ক্রিয়াটি প্রয়োগযোগ্য?
A) خَسِرَ
B) رَحِمَ
C) حَفِظَ
D) فَقِهَ

১৫. “সে সত্যের পক্ষে সাক্ষ্য দিলো” — এই বাক্যে কোন ক্রিয়াটি উপযুক্ত?
A) شَهِدَ
B) عَلِمَ
C) كَرِهَ
D) حَزِنَ

উত্তর তালিকা:

১. B) শোনা২. B) দুঃখিত হওয়া৩. B) ভাবা / বিবেচনা করা
৪. C) সংরক্ষিত করা / রক্ষা করা৫. A) ক্ষতিগ্রস্ত হওয়া৬. B) দয়া করা / করুণা করা
৭. C) সাক্ষ্য দেয়া / উপস্থিত থাকা৮. B) জানা৯. C) কাজ করা
১০. A) গভীরভাবে বুঝা১১. A) আনন্দিত হওয়া১২. B) অপছন্দ করা
১৩. C) لَبِثَ১৪. C) حَفِظَ১৫. A) شَهِدَ

error: Content is protected !!
Scroll to Top