বাক্যাংশ সনাক্তকরণ-সূরা আল ফাতিহা

সূরা আল ফাতিহা


শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।যিনি পরম করুণাময়, অতি দয়ালু ।যিনি বিচার দিনের মালিক।আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।আমাদেরকে সরল পথ দেখাও,সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।

নিচের টেবিলে সূরা আল ফাতিহার মধ্যে পাওয়া বাক্যাংশগুলোর নাম তাদের বাংলা অর্থসহ দেয়া হলো :

বাক্যাংশের নামবাংলা অর্থবাক্যাংশ
জার মাজরূর/মুদফ ও
মুদফ ইলাইহি
আল্লাহর নামের সাথেبِسْمِ اللَّهِ
মাউসুফ ও ২ টি সিফাহপরম করুণাময়, অতি
দয়ালু আল্লাহ
اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
জার্ মাজরূরআল্লাহর জন্যلِلَّهِ 
মুদফ ও মুদফ ইলাইহিসৃষ্ট-জগতের রবرَبِّ الْعَالَمِينَ
মাউসুফ ও যৌগিক সিফাহসৃষ্ট-জগতের রব আল্লাহاللَّهِ رَبِّ الْعَالَمِينَ
দ্বিস্তরের মুদফ ও
মুদফ ইলাইহি
বিচারকালের মালিকمَالِكِ يَوْمِ الدِّينِ
মাউসুফ ও সিফাহসরল পথالصِّرَاطَ الْمُسْتَقِيمَ
মুদফ ও
মুদফ ইলাইহি
যাদের পথصِرَاطَ الَّذِينَ 
জার্ মাজরূরতাদের উপর عَلَيْهِمْ
বিশেষ মুদফ ও
মুদফ ইলাইহি
যাদের উপর ক্রোধান্বিত
তারা ব্যতীত
غَيْرِ الْمَغْضُوبِ

সূরা ফাতিহার উপর advanced আরবি ব্যাকরণের ভিডিও দেখতে এই লিঙ্কটি ক্লিক করুন please

2 thoughts on “বাক্যাংশ সনাক্তকরণ-সূরা আল ফাতিহা”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top