বাক্যাংশ সনাক্তকরণ-সূরা আল কাফিরুন

সূরা আল কাফিরুন

বলুন, হে কাফেরকূল । আমি এবাদত করিনা, তোমরা যার এবাদত কর। এবং তোমরাও এবাদতকারী নও, যার এবাদত আমি করি। এবং আমি এবাদতকারী নই, যার এবাদত তোমরা কর। তোমরা এবাদতকারী নও, যার এবাদত আমি করি। তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্যে এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্যে।

নিচের টেবিলে সূরা আল কাফিরুনের মধ্যে পাওয়া বাক্যাংশগুলোর নাম তাদের বাংলা অর্থসহ দেয়া হলো :

বাক্যাংশের নামবাংলা অর্থবাক্যাংশ
জার্ মাজরূরতোমাদের জন্যلَكُمْ
মুদফ ও মুদফ ইলাইহিতোমাদের ধর্মدِينُكُمْ
জার্ মাজরূরআমার জন্য لِيَ 
মুদফ ও মুদফ ইলাইহিআমার ধর্ম دِينِ 

1 thought on “বাক্যাংশ সনাক্তকরণ-সূরা আল কাফিরুন”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top