বাক্যাংশ সনাক্তকরণ-সূরা আল মাসাদ

সূরা আল মাসাদ

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
مَا أَغْنَىٰ عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ 
وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ سَيَصْلَىٰ نَارًا ذَاتَ لَهَبٍ
فِي جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍ 

আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে। কোন কাজে আসেনি তার ধন-সম্পদ ও যা সে উপার্জন করেছে। সত্বরই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে। এবং তার স্ত্রীও-যে ইন্ধন বহন করে। তার গলদেশে খর্জুরের রশি নিয়ে।

নিচের টেবিলে সূরা আল মাসাদের মধ্যে পাওয়া বাক্যাংশগুলোর নাম তাদের বাংলা অর্থসহ দেয়া হলো :

বাক্যাংশের নামবাংলা অর্থবাক্যাংশ
মুদফ ও মুদফ ইলাইহি/মুদফ
ও মুদফ ইলাইহি
আবু লাহাবের হস্তদ্বয়يَدَا أَبِي لَهَبٍ
জার্ মাজরূরতার ব্যাপারে (তাকে)عَنْهُ
মুদফ ও মুদফ ইলাইহিতার ধন-সম্পদمَالُهُ
মুদফ ও মুদফ ইলাইহিলেলিহান শিখা সম্বলিতذَاتَ لَهَبٍ
মাউসুফ ও যৌগিক সিফাহ
(মুদফ ও মুদফ ইলাইহি)
লেলিহান শিখা সম্বলিত
আগুন
نَارًا ذَاتَ لَهَبٍ
মুদফ ও মুদফ ইলাইহিতার স্ত্রীامْرَأَتُهُ
মুদফ ও মুদফ ইলাইহিইন্ধন বহনকারীحَمَّالَةَ الْحَطَبِ
জার্ মাজরূর/মুদফ ও মুদফ
ইলাইহি
তার গলদেশেفِي جِيدِهَا 
জার্ মাজরূরখর্জুরের রশি থেকেمِّن مَّسَدٍ

1 thought on “বাক্যাংশ সনাক্তকরণ-সূরা আল মাসাদ”

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top