ইসম ও হারফ | সারণি-১১

সারণি-১১

বাংলাআরবিবাংলাআরবি
ধর্ম; বিচার ব্যবস্থাدِينٌইলাহ; উপাস্যإِلٰهٌ، آلِهَةٌ
হিকমত; প্রজ্ঞাحِكْمَةٌএক (পুং/স্ত্রী)وَاحِدٌ، وَاحِدَةٌ
প্রশংসা; কৃতজ্ঞতাحَمْدٌএক,অদ্বিতীয়أَحَدٌ
সালাত; নামাযصَلَاةٌকিতাব; গ্রন্থكِتَابٌ، كُتُبٌ
যাকাত, নির্ধারিত দানزَكَاةٌকুরআনقُرْآنٌ
সত্য; সঠিকحَقٌّতাওরাতٱلتَّوْرَاةُ
মিথ্যাبَاطِلٌইনজিল (বাইবেল)ٱلْإِنجِيلُ
আলো , অন্ধকারنُورٌ، ظُلُمَاتٌঅংশীদারشَرِيكٌ، شُرَكَاءُ
স্পষ্ট, প্রকাশমানمُبِينٌতাকওয়া,আল্লাহভীতি,সচেতনতাتَقْوَىٰ
অঙ্গীকারعَهْدٌঅদৃশ্য; গায়েবغَيْبٌ
চুক্তি, অঙ্গীকারمِيثَاقٌশব্দكَلِمَةٌ
ফেরেশতাمَلَكٌ، مَلَائِكَةٌসাক্ষ্যشَهَادَةٌ
আরশ, সিংহাসনعَرْشٌ، عُرُوشٌসাক্ষী; উপস্থিত; শহীদشَهِيدٌ، شُهَدَاءُ

সারণি-১১ : কুইজ

ধর্ম; বিচার ব্যবস্থা → কোনটি সঠিক?

হিকমত; প্রজ্ঞা → কোনটি সঠিক?

এক, অদ্বিতীয় → কোনটি সঠিক?

কুরআন → কোনটি সঠিক?

মিথ্যা → কোনটি সঠিক?

অংশীদার → কোনটি সঠিক?

তাওরাত → কোনটি সঠিক?

স্পষ্ট, প্রকাশমান → কোনটি সঠিক?

ফেরেশতা → কোনটি সঠিক?

অঙ্গীকার → কোনটি সঠিক?

ইলাহ; উপাস্য → কোনটি সঠিক?

প্রশংসা; কৃতজ্ঞতা → কোনটি সঠিক?

সালাত; নামায → কোনটি সঠিক?

যাকাত; দান → কোনটি সঠিক?

সত্য; সঠিক → কোনটি সঠিক?

ইনজিল (বাইবেল) → কোনটি সঠিক?

অন্ধকার → কোনটি সঠিক?

তাকওয়া; ভয়; নিরাপত্তা → কোনটি সঠিক?

চুক্তি, অঙ্গীকার → কোনটি সঠিক?

শব্দ → কোনটি সঠিক?

আপনারা যদি হার্ড কপি থেকে পড়তে পছন্দ করেন, তাহলে “কুরআনের শব্দাবলি – ১-২ একত্রে” বইটি কালেক্ট করে নিতে পারেন।

14 thoughts on “ইসম ও হারফ | সারণি-১১”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top