বাক্যাংশ সনাক্তকরণ-নামাজের ছানা

নামাজের ছানা

سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ وَلاَ إِلَهَ غَيْرُكَ

হে আল্লাহ! তোমার প্রশংসার সাথে তোমার পবিত্রতা বর্ণনা করছি। তোমার নাম চির বরকতময়, সকলের শীর্ষে তোমার মর্যাদা, তুমি ছাড়া কোন মাবুদ নেই।

নিচের টেবিলে নামাজের ছানার মধ্যে পাওয়া বাক্যাংশগুলোর নাম তাদের বাংলা অর্থসহ দেয়া হলো :

বাক্যাংশের নামবাংলা অর্থবাক্যাংশ
মুদফ ও মুদফ ইলাইহিতোমার পবিত্রতাسُبْحَانَكَ
জার্ মাজরূর/মুদফ ও
মুদফ ইলাইহি
তোমার প্রশংসার সাথেبِحَمْدِكَ
মুদফ ও মুদফ ইলাইহিতোমার নাম إِسْمُكَ
মুদফ ও মুদফ ইলাইহিতোমার গৌরবجَدُّكَ
বিশেষ মুদফ ও মুদফ
ইলাইহি
তুমি ছাড়াغَيْرُكَ

1 thought on “বাক্যাংশ সনাক্তকরণ-নামাজের ছানা”

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top