ক্রিয়াবাচক বাক্যের উপাদান চিহ্নিতকরণ-৮

কুইজ:

এই কুইজ থেকে মূল শিক্ষা (Key Takeaway):
ক) প্রতিটি ফি’ল চিনতে পারা এবং তার ভেতরে লুকায়িত সর্বনাম শনাক্ত করতে পারা।
খ) প্রতিটি অংশের নাম বলতে পারা — যেমন ফা’ইল, মাফ’উল, ও মুতাআল্লিক বিল-ফি’ল।
গ) প্রতিটি শব্দের অর্থ বুঝতে পারা।

১.

আরবি : يُدْرِكْهُمُ الْمَوْجُ
বাংলা : ঢেউ তাদেরকে আঘাত করে।

প্রশ্ন:الْمَوْجُ” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

২.

আরবি : يُقْسِمُ الْمُجْرِمُونَ
বাংলা : অপরাধীরা শপথ করে।

প্রশ্ন:الْمُجْرِمُونَ” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

৩.

আরবি : يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا
বাংলা : সেদিন জমিন তার খবর জানাবে।

প্রশ্ন:أَخْبَارَهَا” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

৪.

আরবি : تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ
বাংলা : এর নিচ দিয়ে নদী প্রবাহিত হয়।

প্রশ্ন:الْأَنْهَارُ” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

৫.

আরবি : يَسْتَخْرِجُ مِنْهُ لَحْمًا طَرِيًّا
বাংলা : তিনি সেখান থেকে তাজা মাংস বের করেন।

প্রশ্ন:لَحْمًا طَرِيًّا” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

৬.

আরবি : يُنَزِّلُ مِنَ السَّمَاءِ مَاءً
বাংলা : তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন।

প্রশ্ন:مَاءً” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

৭.

আরবি : يُكَلِّمُ النَّاسَ فِي الْمَهْدِ
বাংলা : তিনি দোলনায় মানুষের সাথে কথা বলেন।

প্রশ্ন:النَّاسَ” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

৮.

আরবি : يُحِبُّ التَّوَّابِينَ
বাংলা : তিনি তাওবাকারীদের ভালোবাসেন।

প্রশ্ন:التَّوَّابِينَ” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

৯.

আরবি : يَسْتَكْبِرُونَ فِي الْأَرْضِ
বাংলা : তারা জমিনে অহংকার করে।

প্রশ্ন:فِي الْأَرْضِ” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

১০.

আরবি : يَصْبِرُونَ عَلَى الْبَأْسَاءِ
বাংলা : তারা কষ্টের উপর ধৈর্যধারণ করে।

প্রশ্ন:عَلَى الْبَأْسَاءِ” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top