ক্রিয়াবাচক বাক্যের উপাদান চিহ্নিতকরণ-৯

কুইজ:

এই কুইজ থেকে মূল শিক্ষা (Key Takeaway):
ক) প্রতিটি ফি’ল চিনতে পারা এবং তার ভেতরে লুকায়িত সর্বনাম শনাক্ত করতে পারা।
খ) প্রতিটি অংশের নাম বলতে পারা — যেমন ফা’ইল, মাফ’উল, ও মুতাআল্লিক বিল-ফি’ল।
গ) প্রতিটি শব্দের অর্থ বুঝতে পারা।

১.

আরবি : يُظْهِرُهُ عَلَى الدِّينِ كُلِّهِ
বাংলা : তিনি এটিকে সমগ্র ধর্মের উপর বিজয়ী করবেন।

প্রশ্ন:هُ” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

২.

আরবি : يُحِبُّ الْمُتَطَهِّرِينَ
বাংলা : তিনি পবিত্রদের ভালোবাসেন।

প্রশ্ন:الْمُتَطَهِّرِينَ” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

৩.

আরবি : يَعْلَمُ السِّرَّ وَأَخْفَى
বাংলা : তিনি গোপন ও আরও লুকোনো বিষয় জানেন।

প্রশ্ন:السِّرَّ” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

৪.

আরবি : يَغْفِرُ لَكُمْ ذُنُوبَكُمْ
বাংলা : তিনি তোমাদের গোনাহসমূহ ক্ষমা করবেন।

প্রশ্ন:ذُنُوبَكُمْ” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

৫.

আরবি : يُنَزِّلُ الْغَيْثَ
বাংলা : তিনি বৃষ্টি বর্ষণ করেন।

প্রশ্ন:الْغَيْثَ” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

৬.

আরবি : يُخْرِجُ الْخَبْءَ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ
বাংলা : তিনি আসমান ও জমিনের গুপ্ত জিনিস প্রকাশ করেন।

প্রশ্ন:الْخَبْءَ” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

৭.

আরবি : يَشْرَبُ بِهَا الْمُقَرَّبُونَ
বাংলা : নিকটবর্তীরা তা পান করবে।

প্রশ্ন:الْمُقَرَّبُونَ” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

৮.

আরবি : يَطُوفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُخَلَّدُونَ
বাংলা : চিরনবীন কিশোররা তাদের চারপাশে ঘুরে বেড়াবে।

প্রশ্ন:وِلْدَانٌ مُخَلَّدُونَ” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

৯.

আরবি : يَصُدُّونَ عَن سَبِيلِ اللَّهِ
বাংলা : তারা আল্লাহর পথে বাধা দেয়।

প্রশ্ন:عَن سَبِيلِ اللَّهِ” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

১০.

আরবি : يَعْمَلُ الصَّالِحَاتِ
বাংলা : সে সৎকর্ম করে।

প্রশ্ন:الصَّالِحَاتِ” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top