ক্রিয়াবাচক বাক্যে লাইট ফর্মের ব্যবহার

লাইট ফর্মের সাথে أَنْ এর ব্যবহার

“লাইট হারফ”–এর মধ্যে একটি হলো أَنْ, যার অর্থ “that, to, যে”। এটি সাধারণত একটি ফি’লের অসমাপিকা (infinitive) অর্থ দিতে ব্যবহৃত হয়—যেমন করতে/করার, যেতে/যাওয়ার। কখনো কখনো এটি দুটি বাক্যের মধ্যে সংযোগ (link) তৈরিতেও ব্যবহৃত হয়, যেখানে “যে” অর্থ প্রকাশ পায়। কিছু বাক্যে أَلَّا দেখা যায় যা মূলত أَن + لَا এর সম্মিলিত রূপ । أَلَّا = أَن + لَا

পরবর্তী অংশ ক্রিয়ার লাইট ফর্মলাইট হারফপূর্ববর্তী অংশ 
مَثَلًايَضْرِبَأَنْإِنَّ اللَّهَ لَا يَسْتَحْيِي
উপমাপেশ করতে(to)আল্লাহ নিঃসন্দেহে লজ্জাবোধ করেন না
رَسُولَكُمْتَسْأَلُواأَنْأَمْ تُرِيدُونَ 
তোমাদের রসূলকেপ্রশ্ন করতেযেতোমরাও কি চাও?
الْجَنَّةَتَدْخُلُواأَنأَمْ حَسِبْتُمْ 
জান্নাতেতোমরা যাবেযেতোমাদের কি এই ধারণা 
لَهُمْ حَظًّا فِي الْآخِرَةِلَا يَجْعَلَأَنيُرِيدُ اللَّهُ 
আখেরাতে তাদের জন্য কোনো কল্যাননা থাকুকযেআল্লাহ্ চান
بِمَا لَمْ يَفْعَلُوايُحْمَدُواأَنيُحِبُّونَ 
যা করে নি তার জন্যেওপ্রশংসা পেতে(to)তারা ভালোবাসে 
فِي الْيَتَامَىٰلَا تُقْسِطُواأَنإِنْ خِفْتُمْ 
এতীমদের প্রতি তোমরা ন্যায়পরায়ণ হতে পারছ নাযেযদি তোমরা আশঙ্কা করো 

লাইট ফর্মের সাথে لَنْ এর ব্যবহার

“লাইট হারফ”–এর মধ্যে একটি হলো لَنْ, যার অর্থ “will not / never / না” (ভবিষ্যৎের জন্য)। এটি সাধারণত ভবিষ্যৎের না-বোধক ক্রিয়াবাচক বাক্য তৈরিতে ব্যবহৃত হয়। এখানে পবিত্র কুরআনুল কারীম থেকে শুধু لَنْ সম্পর্কিত অংশ নেওয়া হয়েছে, لَنْ–এর ব্যবহার সহজভাবে উপস্থাপনের জন্য।

পরবর্তী অংশ ক্রিয়ার লাইট ফর্মলাইট হারফ
لَكَنُؤْمِنَ لَنْ
তোমার প্রতিআমরা ঈমান আনবকখনো না
عَلَىٰ طَعَامٍ وَاحِدٍنَصْبِرَ لَنْ
একই খাবারেআমরা সন্তষ্ট থাকতে পারবো না
اللَّهُ عَهْدَهُيُخْلِفَ لَنْ
আল্লাহ তার ওয়াদারখেলাফ করবেন কখনো না
الْجَنَّةَيَدْخُلَ لَنْ
জান্নাতে(কেউ) প্রবেশ করবে না
لَهُ نَصِيرًاتَجِدَ لَنْ
তার কোন সাহায্যকারীতুমি খুঁজে পাবে না
لَهُ سَبِيلًاتَجِدَلَنْ
তাদের জন্য কোন পথইতুমি খুঁজে পাবে না
هَانَّدْخُلَلَن
সেখানেপ্রবেশ করবোকখনও না
مِنْهُيُقْبَلَ لَنْ
তার থেকেকবুল করা হবেনা

লাইট ফর্মের সাথে لِكَيْ/لِ/كَيْ এর ব্যবহার

“লাইট হারফ”–এর একটি উদাহরণ হলো لِكَيْ যার অর্থ “so that/যেন”। এটি তিনটি রূপেই দেখা যায় যথা  لِكَيْ , لِ বা كَيْ । এখানে পবিত্র কুরআনুল কারীম থেকে শুধু সংশ্লিষ্ট বাক্যের অংশটি নেওয়া হয়েছে, لِكَيْ–এর ব্যবহার সহজভাবে উপস্থাপনের জন্য।

পরবর্তী অংশ ক্রিয়ার লাইট ফর্মলাইট হারফ
بَعْدَ عِلْمٍ شَيْئًالَا يَعْلَمَلِكَيْ
কিছুই সবকিছু জানার পরেও সে জানে না যেন
عَلَىٰ مَا فَاتَكُمْلَا تَحْزَنُوالِكَيْ
যা তোমরা হারিয়েছতোমরা বিষন্ন না হওযেন
عَلَى الْمُؤْمِنِينَ حَرَجٌلَا يَكُونَ لِكَيْ
মুমিনদের কোন অসুবিধা না থাকেযেন
كَ كَثِيرًانُسَبِّحَكَيْ
আপনার বেশী করেআমরা মহিমা ঘোষনা করতে পারিযাতে
عَيْنُهَاتَقَرَّ كَيْ
তার চক্ষুশীতল হয়যাতে
دُولَةً بَيْنَ الْأَغْنِيَاءِ مِنكُمْلَا يَكُونَ كَيْ
তোমাদের ধনীদের মধ্যেই আবর্তিত না হয় যাতে
فِيهَايَمْكُرُوا لِ
সেখানেতারা চক্রান্ত করেযেন
مِنْهَا أَهْلَهَاتُخْرِجُوا لِ
তা থেকে তার অধিবাসীদেরকেতোমরা বের করতে পারোযেন
بَيْنَ النَّاسِ فِيمَايَحْكُمَلِ
মানুষদের মধ্যে তাদের বিষয়ে তিনি বিচার করতে পারেনযেন

লাইট ফর্মের সাথে حَتَّىٰ এর ব্যবহার

“লাইট হারফ”–এর মধ্যে একটি হলো حَتَّىٰ, যার অর্থ “until /যতক্ষণ পর্যন্ত না”। এটি সাধারণত শর্তযুক্ত বাক্য তৈরিতে ব্যবহৃত হয়। এখানে পবিত্র কুরআনুল কারীম থেকে শুধু শর্তের দ্বিতীয় অংশটি নেওয়া হয়েছে, حَتَّىٰ–এর ব্যবহার সহজভাবে উপস্থাপনের জন্য।

পরবর্তী অংশ ক্রিয়ার লাইট ফর্মলাইট হারফ
مِنْهَايَخْرُجُوا حَتَّىٰ
সেখান থেকে তারা বের হয়যতক্ষণ পর্যন্ত না
لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُيَتَبَيَّنَحَتَّىٰ 
তোমাদের কাছে সাদা রেখা স্পষ্ট হয়ে ওঠে যতক্ষণ পর্যন্ত না
كُمْ فِيهِيُقَاتِلُوحَتَّىٰ
সেখানে তোমাদের সঙ্গে তারা যুদ্ধ করেযতক্ষণ পর্যন্ত না
الْهَدْيُ مَحِلَّهُيَبْلُغَ حَتَّىٰ
কুরবানি তার গন্তব্যস্থানেপৌঁছেযতক্ষণ পর্যন্ত না
زَوْجًا غَيْرَهُتَنكِحَ حَتَّىٰ
অন্য স্বামীকে সে বিবাহ করেযতক্ষণ পর্যন্ত না
مِمَّا تُحِبُّونَتُنفِقُوا حَتَّىٰ
যা তোমরা ভালোবাস তা থেকেতোমরা ব্যয় করোযতক্ষণ পর্যন্ত না
فِي سَبِيلِ اللَّهِيُهَاجِرُوا حَتَّىٰ
আল্লাহর পথে তারা হিজরত করেযতক্ষণ পর্যন্ত না
اللَّهُ بَيْنَنَايَحْكُمَ حَتَّىٰ
আল্লাহ আমাদের মধ্যেমীমাংসা করে দেনযতক্ষণ পর্যন্ত না

error: Content is protected !!
Scroll to Top