ক্রিয়াবাচক বাক্যে লাইটেস্ট ফর্মের ব্যবহার

লাইটেস্ট ফর্মের সাথে إِنْ এর ব্যবহার

“লাইটেস্ট হারফ”–এর মধ্যে একটি হলো إِنْ যার অর্থ “if / যদি”। إِنْ অতীত বা বর্তমান/ভবিষ্যৎ কালের ফি’লের সাথে আসতে পারে।শুধুমাত্র বর্তমান/ভবিষ্যৎ কালের ফি’লের সাথে আসলে, ফি’লটি লাইটেস্ট ফর্ম হবে। এটি সাধারণত শর্তযুক্ত বাক্য তৈরিতে ব্যবহৃত হয়। এমনকি إِنْ উল্লেখ না থাকলেও, যদি বাক্যটি শর্তযুক্ত হয়, তবে ক্রিয়াটি লাইটেস্ট ফর্মে হয়।

পরবর্তী অংশ ক্রিয়ার লাইটেস্ট ফর্মলাইটেস্ট হারফ
فَإِنَّهُ فُسُوقٌ بِكُمْتَفْعَلُوا إِن
তবে তা নিশ্চয়ই তোমাদের জন্য অন্যায়তোমরা করো যদি
كُمْ يُوَلُّوكُمُ الْأَدْبَارَيُقَاتِلُوإِن
তোমাদের সাথে, তবে তোমাদেরকে পৃষ্ঠ প্রদর্শন করবেতারা লড়াই করেযদি
فَإِنَّ ذَٰلِكَ مِنْ عَزْمِ الْأُمُورِتَصْبِرُوا وَتَتَّقُواإِن
তবে নিশ্চয়ই সেটি হবে সৎসাহসের কাজতোমরা সবর করো এবং তাকওয়া অবলম্বন করযদি
كُمُ اللَّهُيَنصُرْإِن
আল্লাহ তোমাদের সাহায্য করেনযদি
فَلَكُمْ أَجْرٌ عَظِيمٌتُؤْمِنُوا وَتَتَّقُواإِنْ
তবে তোমাদের জন্য রয়েছে বিরাট পুরস্কারতোমরা বিশ্বাস করো ও তাকওয়া অবলম্বন করো যদি
فَإِنَّ اللَّهَ كَانَ غَفُورًا رَّحِيمًا تُصْلِحُوا وَتَتَّقُوا إِنْ
তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, করুণাময়তোমরা সংশোধন করো ও তাকওয়া অবলম্বন করো যদি

লাইটেস্ট ফর্মের সাথে لَمْ এর ব্যবহার

“লাইটেস্ট হারফ”–এর মধ্যে একটি হলো لَمْ, যার অর্থ “did not / না” (অতীত কালের জন্য)। এটি অতীত কালের না-বোধক ক্রিয়াবাচক বাক্য গঠনে ব্যবহৃত হয়। এখানে পবিত্র কুরআনুল কারীম থেকে শুধু لَمْ সম্পর্কিত অংশ নেওয়া হয়েছে, لَمْ–এর ব্যবহার সহজভাবে উপস্থাপনের জন্য।

পরবর্তী অংশ ক্রিয়ার লাইটেস্ট ফর্মলাইটেস্ট হারফ
أَنَّ اللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌتَعْلَمْ(أَ) لَمْ
যে আল্লাহ্ নিশ্চয়ই সব-কিছুর উপরে সর্বশক্তিমান?তুমি জান না (কি)
بِهِ سُلْطَانًايُنَزِّلْلَمْ
সে ব্যাপারে কোনো প্রমাণতিনি অবতীর্ণ করেননি
بَيْنَ أَحَدٍ مِنْهُمْيُفَرِّقُوالَمْ
তাদের কারো মাঝে তারা পার্থক্য করেনি
بِمَا أَنزَلَ اللَّهُيَحْكُم لَّمْ
আল্লাহ্ যা অবতীর্ণ করেছেন তার দ্বারাসে বিচার করে নি
إِيمَانَهُمْ بِظُلْمٍيَلْبِسُوالَمْ
তাদের বিশ্বাসকে সীমালঙ্ঘনের সাথে তারা মিশ্রিত করে নি
فِي مَلَكُوتِ السَّمَاوَاتِ وَالْأَرْضِيَنظُرُوا(أَوَ) لَمْ
আকাশ ও পৃথিবীর রাজত্ব সম্পর্কেতারা লক্ষ্য করে নি (আর কি)
لَّهُ عِوَجًايَجْعَللَمْ
তাতে কোন বক্রতা তিনি রাখেননি
بِرَبِّي أَحَدًا أُشْرِكْلَمْ
কাউকে আমার পালনকর্তার সাথে শরীক করি নি

লাইটেস্ট ফর্মের সাথে وَلْ, فَلْ, لِ এর ব্যবহার

“লাইটেস্ট হারফ”–এর মধ্যে একটি হলো لِ, فَلْ , وَلْ যার অর্থ “command, order, instruction, directive /আদেশ/উৎসাহ/নির্দেশ”। এখানে পবিত্র কুরআনুল কারীম থেকে কিছু উদাহরণ দেয়া হলো :

পরবর্তী অংশ ক্রিয়ার লাইটেস্ট ফর্মলাইটেস্ট হারফ
بَّيْنَكُمْ كَاتِبٌ بِالْعَدْلِيَكْتُبوَلْ
তোমাদের মধ্যে কোন লেখক ন্যায়সঙ্গতভাবে লিখে এবং উচিত 
بِييُؤْمِنُوا وَلْ
আমার প্রতি তাদের ঈমান আনাএবং উচিত
قَوْلًا سَدِيدًايَقُولُوا وَلْ
সংগত কথা তাদের বলাএবং উচিত
لِييَسْتَجِيبُوا فَلْ
আমার প্রতি তাদের সাড়াঅতএব উচিত
يَكْتُبفَلْ
তার লিখা অতএব উচিত 
اللَّهَيَتَّقُوا فَلْ
আল্লাহকেতাদের ভয় করাঅতএব উচিত
ذُو سَعَةٍ مِّن سَعَتِهِيُنفِقْلِ
বিত্তশালী ব্যক্তি সম্পদ থেকে ব্যয় করাউচিত

উল্লেখযোগ্য যে, তাদের উচিত (বলা) ব্যবহারের পরিবর্তে বাক্যের প্রেক্ষাপট অনুযায়ী বলা যেতে পারে “তারা যেন (বলে)”। “তাদের উচিত …” আর “তারা যেন …” — দুটোই সরাসরি আদেশ নয়, বরং পরোক্ষ নির্দেশ (indirect order) বোঝায়

error: Content is protected !!
Scroll to Top