ইসম মাফ‘উল

ইসম মাফ‘উল এমন একটি اسم (noun) যা সেই ব্যক্তি/বস্তু বোঝায় যার ওপর কাজটি সংঘটিত হয়েছে — অর্থাৎ কাজের প্রাপক বা object। উদাহরণস্বরূপ :

  • যে শিক্ষা দেয় → শিক্ষক (ইসম ফা‘ইল)
  • যাকে শিক্ষা দেওয়া হয় → শিক্ষার্থী (ইসম মাফ‘উল)
  • যে চালায় → চালক (ইসম ফা‘ইল)
  • যাকে চালানো হয় → যানবাহন (ইসম মাফ‘উল)

ছোট ফ্যামিলির ইসম মাফউল গঠন

উদাহরণস্বরূপ ছোট ফ্যামিলির একটি সদস্য فَعَلَ নিলাম।  এখন দেখবো চারটি ধাপে কিভাবে ইসম মাফউল বানাতে পারি :

1️⃣ শুরুতে ফাতহা/যবর সহ মীম (م) যোগ করবো → مَ

2️⃣ প্রথম রুট বর্ণে সুকুন যোগ করবো → مَفْـ

3️⃣ দ্বিতীয় রুট বর্ণে দম্মা/পেশ যোগ করবো এবং সুকুন সহ و আনবো → مَفْعُوْ

4️⃣ তৃতীয় রুট বর্ণে দুই দম্মা/পেশ (تنوين الضم) যোগ করবো → مَفْعُوْلٌ

ফ্যামিলি -১

ইসম মাফউলইসম ফাই’লফি’ল
مَفْتُوْحٌفَاتِحٌفَتَحَ
مَضْرُوْبٌضَارِبٌضَرَبَ
مَنْصُوْرٌنَاصِرٌنَصَرَ
مَسْمُوْعٌسَامِعٌسَمِعَ
مَحْسُوْبٌحَاسِبٌحَسِبَ
كَارِمٌكَرُمَ

বড় ফ্যামিলির ইসম মাফউল গঠন

বড় ফ্যামিলির ক্ষেত্রে প্রতিটি ফ্যামিলির ইসম ফা‘ইল নিবো।  অতঃপর ইসম ফা‘ইলের শেষ থেকে দ্বিতীয় হরফে  সর্বদা ফাতহা/যবর ব্যবহার করবো।  ফ্যামিলি -৭ এর ইসম মাফ‘উল ফর্ম হবে না ।

ইসম মাফউলইসম ফাই’লফি’লফ্যামিলি 
مُعَلَّمٌمُعَلِّمٌعَلَّمَফ্যামিলি –
مُجَاهَدٌمُجَاهِدٌجَاهَدَফ্যামিলি –
مُسْلَمٌمُسْلِمٌاَسْلَمَফ্যামিলি –
مُتَعَلَّمٌمُتَعَلِّمٌتَعَلَّمَফ্যামিলি –৫ 
مُتَسَاءَلٌمُتَسَاءِلٌتَسَاءَلَফ্যামিলি –
مُنْقَلِبٌاِنْقَلَبَফ্যামিলি –
مُسْتَمَعٌمُسْتَمِعٌاِسْتَمَعَফ্যামিলি –
مُسْتَكْبَرٌمُسْتَكْبِرٌاِسْتَكْبَرَফ্যামিলি –১০

error: Content is protected !!
Scroll to Top