ইসম মাফ‘উল এমন একটি اسم (noun) যা সেই ব্যক্তি/বস্তু বোঝায় যার ওপর কাজটি সংঘটিত হয়েছে — অর্থাৎ কাজের প্রাপক বা object। উদাহরণস্বরূপ :
- যে শিক্ষা দেয় → শিক্ষক (ইসম ফা‘ইল)
- যাকে শিক্ষা দেওয়া হয় → শিক্ষার্থী (ইসম মাফ‘উল)
- যে চালায় → চালক (ইসম ফা‘ইল)
- যাকে চালানো হয় → যানবাহন (ইসম মাফ‘উল)
ছোট ফ্যামিলির ইসম মাফউল গঠন
উদাহরণস্বরূপ ছোট ফ্যামিলির একটি সদস্য فَعَلَ নিলাম। এখন দেখবো চারটি ধাপে কিভাবে ইসম মাফউল বানাতে পারি :
1️⃣ শুরুতে ফাতহা/যবর সহ মীম (م) যোগ করবো → مَ
2️⃣ প্রথম রুট বর্ণে সুকুন যোগ করবো → مَفْـ
3️⃣ দ্বিতীয় রুট বর্ণে দম্মা/পেশ যোগ করবো এবং সুকুন সহ و আনবো → مَفْعُوْ
4️⃣ তৃতীয় রুট বর্ণে দুই দম্মা/পেশ (تنوين الضم) যোগ করবো → مَفْعُوْلٌ
ফ্যামিলি -১
ইসম মাফউল | ইসম ফাই’ল | ফি’ল |
مَفْتُوْحٌ | فَاتِحٌ | فَتَحَ |
مَضْرُوْبٌ | ضَارِبٌ | ضَرَبَ |
مَنْصُوْرٌ | نَاصِرٌ | نَصَرَ |
مَسْمُوْعٌ | سَامِعٌ | سَمِعَ |
مَحْسُوْبٌ | حَاسِبٌ | حَسِبَ |
– | كَارِمٌ | كَرُمَ |
বড় ফ্যামিলির ইসম মাফউল গঠন
বড় ফ্যামিলির ক্ষেত্রে প্রতিটি ফ্যামিলির ইসম ফা‘ইল নিবো। অতঃপর ইসম ফা‘ইলের শেষ থেকে দ্বিতীয় হরফে সর্বদা ফাতহা/যবর ব্যবহার করবো। ফ্যামিলি -৭ এর ইসম মাফ‘উল ফর্ম হবে না ।
ইসম মাফউল | ইসম ফাই’ল | ফি’ল | ফ্যামিলি |
مُعَلَّمٌ | مُعَلِّمٌ | عَلَّمَ | ফ্যামিলি –২ |
مُجَاهَدٌ | مُجَاهِدٌ | جَاهَدَ | ফ্যামিলি –৩ |
مُسْلَمٌ | مُسْلِمٌ | اَسْلَمَ | ফ্যামিলি –৪ |
مُتَعَلَّمٌ | مُتَعَلِّمٌ | تَعَلَّمَ | ফ্যামিলি –৫ |
مُتَسَاءَلٌ | مُتَسَاءِلٌ | تَسَاءَلَ | ফ্যামিলি –৬ |
– | مُنْقَلِبٌ | اِنْقَلَبَ | ফ্যামিলি –৭ |
مُسْتَمَعٌ | مُسْتَمِعٌ | اِسْتَمَعَ | ফ্যামিলি –৮ |
مُسْتَكْبَرٌ | مُسْتَكْبِرٌ | اِسْتَكْبَرَ | ফ্যামিলি –১০ |