অতীত কালের ফি’ল নির্ধারণের আলামত

কোন সেলে কোন সর্বনাম চিহ্নিত করুন

প্রথম ধাপে বুঝতে হবে কোন সেলে কোন সর্বনাম থাকে। আপনার জ্ঞান যাচাই করুন নিচের সারণি থেকে :

هُمْ = তারা
هُمَا = তারা (দুজন)
هُوَ = সে
هُنَّ = তারা
هُمَا = তারা (দুজন)
هِيَ = সে
أَنْتُمْ = তোমরা
أَنْتُمَا = তোমরা (দুজন)
أَنْتَ = তুমি
১২
أَنْتُنَّ = তোমরা
১১
أَنْتُمَا = তোমরা (দুজন)
১০
أَنْتِ = তুমি
১৪
نَحْنُ = আমরা
১৩
أَنَا = আমি

⭐ সংখ্যার উপরে ক্লিক করে উত্তর দেখুন

অতীত কালের ফি’লের কোন ফর্ম কোন হরফ দিয়ে শেষ হয় যাচাই করুন

দ্বিতীয় ধাপে বুঝতে হবে কোন সর্বনামের জন্য ফি’লটি কোন হরফ দিয়ে শেষ হয় । আপনার জ্ঞান যাচাই করুন নিচের সারণি থেকে :

هُمْ
উ-
هُمَا
আ-
هُوَ
هُنَّ
না
هُمَا
তা-
هِيَ
أَنْتُمْ
তুম (تُمْ)
أَنْتُمَا
তুমা (تُمَا)
أَنْتَ
তা (تَ)
أَنْتُنَّ
তুন্না (تُنَّ)
أَنْتُمَا
তুমা (تُمَا)
أَنْتِ
তি(تِ)
نَحْنُ
না- (نَا)
أَنَا
তু (تُ)

⭐ সর্বনামের উপরে ক্লিক করে উত্তর দেখুন

অতীত কালের ফি’লের নাম পুরুষের চারটি ফর্ম মুসলিমুন চার্টের লাইট ফর্মের সাথে মিল রেখে কিভাবে শেষ হয় যাচাই করুন

هُمْ
উ-
هُمَا
আ-
هُوَ
هُمَا
আ-

⭐ সর্বনামের উপরে ক্লিক করে উত্তর দেখুন

মুসলিমুন চার্টের প্রাসঙ্গিক লাইট ফর্মগুলোর শেষ হওয়ার আলামত

ফর্মশেষ হওয়ার আলামত
مُسْلِمَ
مُسْلِمَاআ-
مُسْلِمُوউ-

একটি ফি’লের অতীত কালের কালের ১৪ টি ফর্ম

উপরে যা শিখার চেষ্টা করলেন, এই ফি’লটির ১৪ টি ফর্ম দেখে মিলিয়ে নেন।

বহুবচনদ্বিবচনএকবচন
هُمْ فَعَلُوْا هُمَا فَعَلَا هُوَ فَعَلَ
তারা করেছেতারা (দুজন) করেছেসে করেছে
هُنَّ فَعَلْنَ هُمَا فَعَلَتَا هِيَ فَعَلَتْ
তারা করেছেতারা (দুজন) করেছেসে করেছে
أَنْتُمْ فَعَلْتُمْأَنْتُمَا فَعَلْتُمَاأَنْتَ فَعَلْتَ
তোমরা করেছোতোমরা (দুজন) করেছোতুমি করেছো
أَنْتُنَّ فَعَلْتُنَّأَنْتُمَا فَعَلْتُمَاأَنْتِ فَعَلْتِ
তোমরা করেছোতোমরা (দুজন) করেছোতুমি করেছো
نَحْنُ فَعَلْنَاأَنَا فَعَلْتُ
আমরা করেছিআমি করেছি
error: Content is protected !!
Scroll to Top