ক্রিয়াবাচক বাক্য গঠন-আমর

আমর ক্রিয়াটি সাধারণত বাক্যের শুরুতে থাকে। এর পরে প্রয়োজন অনুযায়ী, একটি সাধারণ ক্রিয়াবাচক বাক্যের মতো, মাফ‘উল, মুতাআল্লিক বিল ফি’ল ইত্যাদি আসতে পারে। নিচে একই ধরণের প্যাটার্নের উদাহরণগুলো একসাথে দেওয়া হলো:

প্যাটার্ন-১ : ফি’ল আমর + মাফ’উল

মাফ’উলফি’ল আমর
رَبَّكُمُاعْبُدُوا 
তোমাদের পালনকর্তার তোমরা এবাদত করো
نِعْمَتِيَاذْكُرُوا
আমার অনুগ্রহতোমরা স্মরণ করো 
هَٰذِهِ الْقَرْيَةَ ادْخُلُوا
এ নগরীতেতোমরা প্রবেশ করো
مِصْرًا اهْبِطُوا
কোন নগরীতে তোমরা উপনীত হও
هَٰذَا بَلَدًا آمِنًااجْعَلْ
এটিকে নিরাপদ নগর তুমি বানাও
الصَّابِرِينَ بَشِّرِ
সবরকারীদেরতুমি সুসংবাদ দাও 
اللَّهَاسْتَغْفِرُوا 
আল্লাহ্‌র কাছেতোমরা মাগফেরাত কামনা করো
هَٰذِهِ الْقَرْيَةَ اسْكُنُوا
এ নগরীতেতোমরা বসবাস করো
ذَاتَ بَيْنِكُمْأَصْلِحُوا
নিজেদের অবস্থাতোমরা সংশোধন করে নাও

প্যাটার্ন-২ : ফি’ল আমর + মুতাআল্লিক বিল ফি’ল

মুতাআল্লিক বিল ফি’লফি’ল আমর
مِنَّاتَقَبَّلْ
আমাদের থেকেতুমি কবুল করো
لِياشْكُرُوا
আমার প্রতি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো
لِلَّهِاشْكُرُوا
আল্লাহর প্রতিতোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো
فِي سَبِيلِ اللَّهِقَاتِلُوا
আল্লাহর রাস্তায় তোমরা লড়াই করো 
إِلَىٰ حِمَارِكَ انظُرْ
তোমার গাধাটির দিকেতুমি দেখ
مِن طَيِّبَاتِ أَنفِقُوا
উৎকৃষ্ট বস্তু থেকেতোমরা ব্যয় করো
عَلَى اللَّهِتَوَكَّلْ
আল্লাহর উপরতুমি ভরসা করো 
إِلَى الْجَبَلِانظُرْ
পাহাড়টির দিকে তুমি তাকাও
لَنَا اغْفِرْ
আমাদেরকেতুমি ক্ষমা করে দাও
عَنِ الْجَاهِلِينَأَعْرِضْ
জাহেলদের থেকে তুমি দূরে সরে থাক

প্যাটার্ন-৩ : ফি’ল আমর + মুতাআল্লিক বিল ফি’ল + মাফ’উল

মাফ’উলমুতাআল্লিক বিল ফি’লফি’ল আমর
الْحَجَرَبِّعَصَاكَاضْرِب
পাথরে তোমার লাঠি দিয়েতুমি আঘাত করো
رَبَّكَلَنَا ادْعُ
তোমার প্রভুর কাছে আমাদের জন্যতুমি প্রার্থনা করো
مُصَلًّىمِن مَّقَامِ إِبْرَاهِيمَ اتَّخِذُوا
নামাযের জায়গাইব্রাহীমের দাঁড়ানোর জায়গাকে তোমরা বানাও
حَسَنَةًفِي الدُّنْيَا آتِنَا
কল্যাণদুনিয়াতে তুমি আমাদিগকে দান করো 
صَبْرًاعَلَيْنَا أَفْرِغْ
ধৈর্য্যআমাদেরকে তুমি দান করো
آيَةًلِّي اجْعَل
একটি নিদর্শনআমার জন্য তুমি নির্ধারিত করো

প্যাটার্ন-৪ : ফি’ল আমর + মাফ’উল + মুতাআল্লিক বিল ফি’ল

মুতাআল্লিক বিল ফি’লমাফ’উলফি’ল আমর
مِنَ الثَّمَرَاتِأَهْلَهُارْزُقْ
ফলমূল দিয়ে এর লোকদেরতুমি জীবিকা দান করো
عِندَ الْمَشْعَرِ الْحَرَامِاللَّهَاذْكُرُوا
মাশ‘ আরে-হারামের নিকটেআল্লাহকে তোমরা স্মরণ করো 
فِي أَيَّامٍ مَّعْدُودَاتٍاللَّهَاذْكُرُوا
নির্ধারিত দিনগুলোতেআল্লাহ্‌কেতোমরা স্মরণ করো 
عَلَيْكُمْنِعْمَتَ اللَّهِ اذْكُرُوا
তোমাদের উপরআল্লাহর নেয়ামতের তোমরা স্মরণ করো

প্যাটার্ন-৫ : ফি’ল আমর + মাফ’উলুন বিহি + মুতাআল্লিক বিল ফি’ল

মুতাআল্লিক বিল ফি’লফি’ল আমর+মাফ’উলুন বিহি
بِبَعْضِهَااضْرِبُوهُ
এটার একটি অংশ দিয়ে তোমরা এটাকে আঘাত করো 
عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ انصُرْنَا
কাফের জাতির বিরুদ্ধেতুমি আমাদের সাহায্য কর
بِعَذَابٍ أَلِيمٍبَشِّرْهُم
বেদনাদায়ক শাস্তিরতুমি সুসংবাদ দাও তাদেরকে
فِي رَحْمَتِكَأَدْخِلْنَا
তোমার অনুগ্রহের মধ্যেতুমি আমাদের অন্তর্ভুক্ত করো 

প্যাটার্ন-৬ : বিবিধ

মুতাআল্লিক বিল ফি’লমাফ’উলফি’ল আমর+মাফ’উলুন বিহি
لَكَمُسْلِمَيْنِاجْعَلْنَا
তোমার কাছে আত্মসমর্পণকারী তুমি আমাদের উভয়কে বানাও 
মাফ’উলফি’ল আমর+মাফ’উলুন বিহি
الصِّرَاطَ الْمُسْتَقِيمَاهْدِنَا
সরল পথেতুমি আমাদের আমাদের পরিচালিত করো

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top