বহুল ব্যবহৃত ফি’ল । সারণি -২ উদাহরণসহ

إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِأَنْزَلَ – يُنْزِلُ
আমি একে কদরের রাতে নাযিল করেছিনাযিল করা
وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًادَعَا – يَدْعُو
যে আল্লাহর দিকে আহ্বান করে ও সৎকর্ম করে,
তার চেয়ে উত্তম কথা কার?
ডাকা / আহ্বান করা
وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَأَرْسَلَ – يُرْسِلُ
আর তিনি তাদের উপর ঝাঁক ঝাঁক পাখি প্রেরণ করেছিলেনপাঠানো
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ
وَلْتَنْظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ
اتَّقَى – يَتَّقِي
হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় কর এবং
প্রত্যেকে দেখুক আগামী দিনের জন্য কী পাঠিয়েছে
ভয় করা
أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِكَذَّبَ – يُكَذِّبُ
তুমি কি দেখেছ, যে দ্বীনকে মিথ্যা প্রতিপন্ন করে?মিথ্যা বলা
اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَهَدَى – يَهْدِي
আমাদেরকে সরল পথ দেখাওপথ দেখানো
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِاتَّبَعَ – يَتَّبِعُ
হে ঈমানদারগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো নাঅনুসরণ করা
فَعَّالٌ لِمَا يُرِيدُأَرَادَ – يُرِيدُ
তিনি যা ইচ্ছা করেন, তাই করেনইচ্ছা করা
إِيَّاكَ نَعْبُدُعَبَدَ – يَعْبُدُ
আমরা শুধু তোমারই ইবাদত করিইবাদত করা
وَاتَّخَذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّىاتَّخَذَ – يَتَّخِذُ
তারা ইবরাহীমের মাকামকে নামাযের স্থান বানিয়েছেগ্রহণ করা / বানানো
قَيِّمًا لِيُنذِرَ بَأْسًا شَدِيدًا مِّن لَّدُنْهُ وَيُبَشِّرَ الْمُؤْمِنِينَبَشَّرَ – يُبَشِّرُ
সে (কুরআন) এসেছে যাতে
সে মুমিনদের সুসংবাদ দিতে পারে
সুসংবাদ দেওয়া
فَأَخَذَهُ اللَّهُ نَكَالَ الْآخِرَةِ وَالْأُولَىأَخَذَ – يَأْخُذُ
অতঃপর আল্লাহ তাকে আখিরাত
ও দুনিয়ার শাস্তি দিলেন
গ্রহণ করা / ধরা
رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا
وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا
لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ
ظَلَمَ – يَظْلِمُ
হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি।
তুমি যদি আমাদের ক্ষমা না করো তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব
অন্যায় করা
وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِسَأَلَ – يَسْأَلُ
তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করেপ্রশ্ন করা
وَوَجَدَكَ ضَالًّا فَهَدَىٰوَجَدَ – يَجِدُ
আর তিনি আপনাকে পথহারা অবস্থায় পেয়েছিলেন,
অতঃপর পথপ্রদর্শন করেছিলেন
পাওয়া
error: Content is protected !!
Scroll to Top