ফ্যামিলি -১ /ছোট ফ্যামিলির অন্তর্ভুক্ত ৬ টি সদস্য
- ফ্যামিলি -১ : فَتَحَ (খোলা/বিজয় করা)
- ফ্যামিলি -১ : ضَرَبَ (আঘাত করা)
- ফ্যামিলি -১ : نَصَرَ (সাহায্য করা)
- ফ্যামিলি -১ : سَمِعَ (শুনা)
- ফ্যামিলি -১ : حَسِبَ (হিসাব করা)
- ফ্যামিলি -১ : كَرُمَ (সম্মানিত হওয়া)
এই ছোট ফ্যামিলিগুলো বাস্তবেই কিছুটা ছোট কারণ এই ফ্যামিলির প্রথম সদস্যের ফি’লগুলোতে Root Letters/মূল বর্ণের বাইরে কোনো অতিরিক্ত হরফ থাকেনা। নিচের গল্পটির মাধ্যমে ফ্যামিলি -১ /ছোট ফ্যামিলির অন্তর্ভুক্ত ৬ টি সদস্য সহজে মনে রাখতে পারি :
ঘুমানোর পূর্বে একজন ঈমানদার ঘরের জানালা খুলল (فَتَحَ) আর স্থির দৃষ্টিতে জোৎস্না-স্নাত আকাশের দিকে চেয়ে ভাবছিলো,আজ কয়জনকে সে আঘাত করলো (ضَرَبَ), আর কয়জনকে সাহায্য করলো (نَصَرَ)। হঠাৎ সে তার বিবেকের চিৎকার শুনলো (سَمؚعَ) “হ্যাঁ, হ্যাঁ, আপন কর্মের রেকর্ড পড়, আরে বুদ্ধিমান তো তারাই যারা দুনিয়ায় নিজের কাজের হিসাব করলো (حَسؚبَ) এবং আখিরাতে সম্মানিত হলো (كَرؙمَ)।”
অতঃপর সে গুনে গুনে ভুল গুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইল এবং ভালো কাজের জন্য শুকরিয়া জানিয়ে ঘুমিয়ে পড়লো।
বড় ফ্যামিলির অন্তর্ভুক্ত ৮ টি সদস্য
- ফ্যামিলি -২ : عَلَّمَ (শিক্ষা দেয়া)
- ফ্যামিলি -৩ : جَاهَدَ (প্রানপন চেষ্টা করা)
- ফ্যামিলি -৪ : اَسْلَمَ (আত্মসমর্পণ করা)
- ফ্যামিলি -৫ : تَعَلَّمَ (জ্ঞান অর্জন করা)
- ফ্যামিলি -৬ : َتَسَاأَل (পরস্পরকে জিজ্ঞেস করা)
- ফ্যামিলি -৭ : اؚنْقَلَبَ (পরিবর্তন করা)
- ফ্যামিলি -৮ : اؚسْتَمَعَ (মনোযোগ দিয়ে শুনা)
- ফ্যামিলি -১০ : اؚسْتَكْبَرَ (অহংকার করা)
এই বড় ফ্যামিলিগুলো বাস্তবেই কিছুটা বড় কারণ এই ফ্যামিলির প্রথম সদস্যের ফি’লগুলোতে Root Letters/মূল বর্ণের বাইরে এক বা একাধিক অতিরিক্ত হরফ থাকে।নিচের গল্পটির মাধ্যমে বড় ফ্যামিলির অন্তর্ভুক্ত ৮ টি সদস্য সহজে মনে রাখতে পারি :
ঘুম ভেঙে ফজরের সালাত পড়ে প্রশান্ত চিত্তে মুমিন ব্যক্তিটি লোকদের আল্লাহর একত্ববাদের জ্ঞান শিক্ষা দিলো( عَلَّمَ ) এবং নিরন্তর জ্ঞান বিতরণের প্রচেষ্টা করেই গেলো( جَاهَدَ )। এভাবেই ঈমান-আ’মলের মাধ্যমে সে আল্লাহর নিকট আত্মসমর্পণ করলো( اَسْلَمَ )। মুমিন ব্যক্তিটি তার ঈমানের পূর্ণতার জন্য জ্ঞান অর্জন করতে থাকলো ( تَعَلَّمَ )। তার জ্ঞান সর্বত্র ছড়িয়ে পড়লো এবং লোকেরা এটা সম্পর্কে পরস্পরকে জিজ্ঞেস করলো( َتَسَاأَل )। তারা নিজেদের হৃদয়কে পরিবর্তন করলো( اؚنْقَلَبَ ) এবং আল কুরআনের বাণী মনোযোগ দিয়ে শুনলো ( اؚسْتَمَعَ )। অতঃপর তারা সতর্ক হলো সেই শয়তান থেকে যে অহংকার করলো( اؚسْتَكْبَرَ ) এবং অভিশপ্ত হলো।
পরবর্তী পোস্টে আমরা ” ফ্যামিলিগুলোর মধ্যে মিল ও অমিল ” সম্পর্কে ধারণা নিবো
মাশাআল্লাহ!!
মাশাআল্লাহ! অসাধারণ কৌশল
Excellent
Assalamualikum mashAllah
Alhamdulillah
جزاك الله خيرا
ZazkaAllah khair