বাহ্যিক ফাই’ল ছাড়া ক্রিয়াবাচক বাক্যটির অনুবাদ কেমন হয় এবং বাহ্যিক ফাই’ল সহ বাক্যটি কেমন হয় অনুশীলন করুন।
মাফ’উল | মুতাআল্লিক বিল ফি’ল | ফা’ইল | ফি’ল |
---|---|---|---|
الْآيَاتِ | لَكُمُ | اللَّهُ | يُبَيِّنُ |
নিদর্শনসমুহ | তোমাদের জন্য | আল্লাহ্ | বর্ণনা করেন |
آيَاتِهِ | لَكُمْ | اللَّهُ | يُبَيِّنُ |
তার নিদর্শনসমুহ | তোমাদের জন্য | আল্লাহ্ | বর্ণনা করেন |
حَاشِرِينَ | فِي الْمَدَائِنِ | فِرْعَوْنُ | أَرْسَلَ |
সংগ্রাহকদেরকে | শহরে | ফেরাউন | পাঠালো |
أَمْثَالَهُمْ | لِلنَّاسِ | اللَّهُ | يَضْرِبُ |
তাদের দৃষ্টান্তসমূহ | মানুষের জন্যে | আল্লাহ্ | বর্ণনা করেন |
مَّغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا | لَهُم | اللَّهُ | أَعَدَّ |
ক্ষমা ও মহাপুরষ্কার | তাদের জন্য | আল্লাহ্ | প্রস্তুত করেছেন |
عَذَابًا شَدِيدًا | لَهُمْ | اللَّهُ | أَعَدَّ |
কঠোর শাস্তি | তাদের জন্য | আল্লাহ্ | প্রস্তুত করেছেন |
جَنَّاتٍ | لَهُمْ | اللَّهُ | أَعَدَّ |
স্বর্গোদ্যানসমূহ | তাদের জন্য | আল্লাহ্ | প্রস্তুত করেছেন |
لَآيَاتٍ | فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ | اللَّهُ | خَلَقَ |
নিদর্শনসমূহ | আসমান ও যমীনে | আল্লাহ্ | সৃষ্টি করেছেন |