অনিয়মিত ছারফ। সারণি-৯

বাংলা অর্থবর্তমানঅতীত কালরুট বর্ণ
সঠিক পথে থাকা/পথপ্রাপ্ত হওয়াيَهْتَدِياِهْتَدَىهدي
মুখ ফেরানো/নিজেকে দিকনির্দেশ করাيَسْتَوِياِسْتَوَىسوي
ক্রয় করাيَشْتَرِياِشْتَرَىشري
সীমালঙ্ঘন করা/অত্যাচার করাيَعْتَدِياِعْتَدَىعدو
মিথ্যা রচনা/অপবাদ দেওয়াيَفْتَرِياِفْتَرَىفري
বিরত থাকা/কোনো কাজ থামানোيَنْتَهِياِنْتَهَىنهي
সন্ধান করা/কামনা করাيَبْتَغِياِبْتَغَىبغي
পরিহার করা/ভয় করা (আল্লাহকে)يَتَّقِياِتَّقَىوقي
গ্রহণ করা/অবলম্বন করাيَتَّخِذُاِتَّخَذَأخذ
অনুমতি প্রার্থনা করাيَسْتَأْذِنُاِسْتَأْذَنَأذن
উপহাস/বিদ্রূপ করাيَسْتَهْزِئُاِسْتَهْزَأَهزأ
সোজা হওয়া/সৎভাবে চলাيَسْتَقِيمُاِسْتَقَامَقوم
ক্ষমতা থাকা/পারতে পারাيَسْتَطِيعُاِسْتَطَاعَطوع
সাড়া দেওয়া/গ্রহণ করাيَسْتَجِيبُاِسْتَجَابَجوب
লজ্জিত হওয়াيَسْتَحْيِياِسْتَحْيَاحيي
স্থির থাকা/টিকে থাকা (কোনো স্থানে)يَسْتَقِرُّاِسْتَقَرَّقرر

ফি’লগুলো মুখস্থ হয়েছে কিনা যাচাই করুন

اِهْتَدَى – يَهْتَدِي অর্থ কী ?

সঠিক পথে থাকা/পথপ্রাপ্ত হওয়া

اِسْتَوَى – يَسْتَوِي অর্থ কী ?

মুখ ফেরানো/নিজেকে দিকনির্দেশ করা

اِشْتَرَى – يَشْتَرِي অর্থ কী ?

ক্রয় করা

اِعْتَدَى – يَعْتَدِي অর্থ কী ?

সীমালঙ্ঘন করা/অত্যাচার করা

اِفْتَرَى – يَفْتَرِي অর্থ কী ?

মিথ্যা রচনা/অপবাদ দেওয়া

اِنْتَهَى – يَنْتَهِي অর্থ কী ?

বিরত থাকা/কোনো কাজ থামানো

اِبْتَغَى – يَبْتَغِي অর্থ কী ?

সন্ধান করা/কামনা করা

اِتَّقَى – يَتَّقِي অর্থ কী ?

পরিহার করা/ভয় করা

اِتَّخَذَ – يَتَّخِذُ অর্থ কী ?

গ্রহণ করা/অবলম্বন করা

اِسْتَأْذَنَ – يَسْتَأْذِنُ অর্থ কী ?

অনুমতি প্রার্থনা করা

اِسْتَهْزَأَ – يَسْتَهْزِئُ অর্থ কী ?

উপহাস/বিদ্রূপ করা

اِسْتَقَامَ – يَسْتَقِيمُ অর্থ কী ?

সোজা হওয়া/সৎভাবে চলা

اِسْتَطَاعَ – يَسْتَطِيعُ অর্থ কী ?

ক্ষমতা থাকা/পারতে পারা

اِسْتَجَابَ – يَسْتَجِيبُ অর্থ কী ?

সাড়া দেওয়া/গ্রহণ করা

اِسْتَحْيَا – يَسْتَحْيِي অর্থ কী ?

লজ্জিত হওয়া

اِسْتَقَرَّ – يَسْتَقِرُّ অর্থ কী ?

স্থির থাকা/টিকে থাকা (কোনো স্থানে)

আপনারা যদি হার্ড কপি থেকে পড়তে পছন্দ করেন, তাহলে “কুরআনের শব্দাবলি – ১-২ একত্রে” বইটি কালেক্ট করে নিতে পারেন।

error: Content is protected !!
Scroll to Top